সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী কর্তৃক পরিচালিত কার্যক্রম

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ২১:১৪

ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের দিকনির্দেশনায় বিমান বাহিনীর প্রতিনিধি দল গত ১ আগস্ট সাম্প্রতিক দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মেহেরপুর জেলার শিক্ষার্থী (১) মাহিয়া তাসনিম মায়া, কুষ্টিয়া জেলার শ্রদ্ধেয় অভিভাবক (২) রজনি ইসলাম এবং শনিবার বাগেরহাট জেলার শিক্ষার্থী (৩) ফাতেমা আক্তার ও ফরিদপুর জেলার শিক্ষার্থী (৪) রাইসা মনির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এ কথা জানিয়েছে।

বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমাদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়াও একই দিনে বিমান বাহিনীর পৃথক একটি প্রতিনিধি দল দুর্ঘটনায় নিহত ঢাকা জেলার কোমলমতি শিক্ষার্থী সাহিল ফারাবী আয়ানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে।

এসময় বিমান বাহিনীর প্রতিনিধি দল শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে।

শোকাহত পরিবারগুলোর যে কোনো প্রয়োজনে সর্বদা পাশে থাকার এবং বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারগুলোকে যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ীতে তথ্য অফিসের উঠান বৈঠক
নরসিংদীতে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ৩
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ১৫১
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
আমেরিকার কাছে ভেনিজুয়েলার মাদুরো: ‘দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়!’
সুনামগঞ্জে যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ
রাশিয়ার সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার পথে অগ্রগতি ইইউ’র
সুনামগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
কুড়িগ্রামে ড্রাম ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বাস উল্টে মা-মেয়ে নিহত
১০