ফেনীতে রেমিট্যান্স যোদ্ধা দিবসে সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০০:৩৬
ছবি : বাসস

ফেনী, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : ছাত্রজনতার জুলাই গণ-অভ্যুত্থান দিবস স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবসে ফেনীতে আলোচনা সভা ও জেলার  সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ৪ জন নারী-পুরুষকে সম্মাননা দেয়া হয়েছে। এ ছাড়া প্রবাসী কল্যাণ সেন্টার হতে শিক্ষাবৃত্তি ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণের চেক বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সদর উপজেলার কাশিমপুরে ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দিদার মিয়ার সভাপতিত্বে এবং ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার অপারেটর মোহাম্মদ নাছির উদ্দিন মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফেনী ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মাসুদ পারভেজ, জাতিসংঘের প্রতিনিধি রুকাইয়া বুলবুল, ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চিফ ইনস্ট্রাক্টর দিদার হোসেন, প্রবাসী আরিফ মাহমুদ এরশাদ, বাংলাদেশ প্রতিদিন-এর  প্রতিনিধি সিদ্দিক আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাইয়ুম সোহাগ।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা বলেন, ফেনী জেলার প্রবাসীরা  অনেক রেমিট্যান্স প্রেরণ করেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় প্রবাসীরা যে ভূমিকা রেখেছিল তা অবিস্মরণীয়। বিশ্বের বিভিন্ন দেশে সভা সমাবেশ করেছে। বিদেশি বিভিন্ন এজেন্সিকে জানিয়েছে এ নারকীয় হত্যার কথা। প্রবাসীরা নিজ পরিবার থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করছেন। প্রবাসে যেতে হলে অবশ্যই দক্ষ হয়ে যেতে হবে। এতে করে সম্মানের পাশাপাশি ভালো অর্থও উপার্জন করা যায়।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দিদার মিয়া জানান, শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আনোয়ার হোসাইন মিলন, ওমর ফারুক, শাহাদাত হোসেন এবং শাহীনা আক্তার আইরিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া ৪ জন প্রবাসীকে প্রবাসী কল্যাণ ব্যাংক হতে ঋণের চেক দেয়া হয় এবং ৭ জন প্রবাসীর সন্তানকে শিক্ষাবৃত্তি দেয়া হয়।

তিনি বলেন, সরকারের কয়েকটি দপ্তর প্রবাসীদের সেবা ও তাদের সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করছে। এসময় তিনি নিয়ম মেনে বিদেশ যাওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রবাসীদের যেকোনো সুযোগ-সুবিধা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিরে দেখা জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪, ২ আগস্ট : সিলেটে গণমিছিলে পুলিশের হামলা, ছাত্র-জনতার প্রতিরোধ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া সমাপ্ত, প্রতিরক্ষা সম্পর্ক জোরদার হবে
চাঁদপুরে তিনজন জুলাই রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান
ফেনীতে রেমিট্যান্স যোদ্ধা দিবসে সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ২০৯
করোনায় আরও ২ জন আক্রান্ত
গণঅভ্যুত্থানের গ্রাফিতি অঙ্কিত রিকশা র‌্যালি আগামীকাল
অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলতে হবে : শারমীন মুরশিদ
সাম্প্রতিক দুর্ঘটনায় নিহত মাইলস্টোনের শিক্ষার্থীদের প্রতি বিমানবাহিনীর শ্রদ্ধা
গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের পথকে দীর্ঘায়িত করলে মানুষ আবার জেগে উঠবে : মঈন খান
১০