শরীয়তপুরের জাজিরা প্রান্তে বাস চাপায় নিহত ২

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৩:২০

শরীয়তপুর, ৩ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার জাজিরা প্রান্তে একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে নাওডোবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নকিব আকরাম হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানা পুলিশকে অবহিত করি। পরে তারা এসে মরদেহ দুটি নিয়ে যায়। নিহতদের একজনের পরিচয় শনাক্ত করা গেলেও অপরজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ল ৩৮-৫৪২৫ নম্বরের একটি  মোটরসাইকেল পদ্ম সেতুর সার্ভিস এরিয়া থেকে এক্সপ্রেসওয়েতে উঠছিল। ঠিক সেই সময় জাজিরা প্রান্তে এসে একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহী মারা যান।

নিহতদের মধ্যে একজনের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, মোহাম্মদ আলী অন্তু (পূর্ণ বয়স এখনো জানা যায়নি), সাভারের হেমায়েতপুর এলাকার মো. গোলাম কিবরিয়ার ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে সরকারকে : সাইফুল হক
পিডিপিও আইনে ডেটা লোকালাইজেশনের কোনো বাধ্যবাধকতা নেই : তৈয়্যব
বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করবে : ফখরুল
গাজায় দ্রুত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের আশা রুবিওর
১০