বাগেরহাটে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৩:৪১
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটের চিতলমারী উপজেলায় রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত। ছবি: বাসস

বাগেরহাট, ৩ আগস্ট ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জেলার চিতলমারী উপজেলায় রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত হয়েছে। 

সকাল ১১টায় চিতলমারী টিটিসি সেমিনার কক্ষে এ কর্মসূচি পালিত হয়। 

এ সময় জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদের আত্মত্যাগ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একইসঙ্গে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এরপর আন্দোলনের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী, রেমিট্যান্স যোদ্ধাদের অভিজ্ঞতা, প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টদের ভ’মিকা নিয়ে অলোচনা করা হয়। এছাড়া বিদেশ ফেরত, বিদেশে যেতে ইচ্ছুক প্রশিক্ষণার্থীদের সমন্বয়সহ সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয়।

চিতলমারী টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আতিকুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো: জিয়াউল হক, ডিইএমও মো: মেহেদী হাসান, ব্যবস্থাপক প্রসাদ কুমার মজুমদার।

বাগেরহাট জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও প্রবাসী কল্যাণ ব্যাংকের আয়োজনে অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো নারী পুরুষদের সম্মাননা দেয়া হয়। প্রবাসী কল্যাণ সেন্টার থেকে শিক্ষাবৃত্তি ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণের চেক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে সরকারকে : সাইফুল হক
পিডিপিও আইনে ডেটা লোকালাইজেশনের কোনো বাধ্যবাধকতা নেই : তৈয়্যব
বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করবে : ফখরুল
১০