লক্ষ্মীপুরে শহীদদের কবরে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১২:৫০
ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৫ আগষ্ট, ২০২৫ (বাসস) : ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে পৌরসভার বাস টার্মিনাল এলাকায় প্রথম শহীদ সাদ আল আফনানের কবরে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। 

এরপর পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন, পুলিশ সুপার আকতার হোসেন।  

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী আরমান হোসাইনের নেতৃত্বে শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাদ আল আফনানের কবরে কিছুক্ষন নিরবে দাড়িঁয়ে থাকেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।  

এসময় পুলিশ সুপার আকতার হোসেন বলেন, ২৪ এর চেতনায় উজ্জীবিত হয়ে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। 

জাতি কখনও তাদের ভুলবেনা। তিনি আরো বলেন, শহীদদের মর্যাদা ও শহীদ পরিবারের নিরাপত্তায় কাজ করছে জেলা পুলিশ।  

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, জুলাই গনঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে ১৭জন শহীদ হয়েছেন। এদের মধ্যে ৪ জন লক্ষ্মীপুর ও অন্যরা দেশের বিভিন্ন স্থানে শহীদ হয়েছেন। প্রত্যেকটি শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। যে  চেতনা নিয়ে দেশের তরুনরা প্রাণ দিয়েছেন। সেটি রক্ষা করাই এখন মূল দায়িত্ব। 

এছাড়া উপজেলা পরিষদ কার্যালয়ে শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভা করা হচ্ছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০