লক্ষ্মীপুরে শহীদদের কবরে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১২:৫০
ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৫ আগষ্ট, ২০২৫ (বাসস) : ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে পৌরসভার বাস টার্মিনাল এলাকায় প্রথম শহীদ সাদ আল আফনানের কবরে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। 

এরপর পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন, পুলিশ সুপার আকতার হোসেন।  

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী আরমান হোসাইনের নেতৃত্বে শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাদ আল আফনানের কবরে কিছুক্ষন নিরবে দাড়িঁয়ে থাকেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।  

এসময় পুলিশ সুপার আকতার হোসেন বলেন, ২৪ এর চেতনায় উজ্জীবিত হয়ে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। 

জাতি কখনও তাদের ভুলবেনা। তিনি আরো বলেন, শহীদদের মর্যাদা ও শহীদ পরিবারের নিরাপত্তায় কাজ করছে জেলা পুলিশ।  

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, জুলাই গনঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে ১৭জন শহীদ হয়েছেন। এদের মধ্যে ৪ জন লক্ষ্মীপুর ও অন্যরা দেশের বিভিন্ন স্থানে শহীদ হয়েছেন। প্রত্যেকটি শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। যে  চেতনা নিয়ে দেশের তরুনরা প্রাণ দিয়েছেন। সেটি রক্ষা করাই এখন মূল দায়িত্ব। 

এছাড়া উপজেলা পরিষদ কার্যালয়ে শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভা করা হচ্ছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
ফ্রান্সের ২৭ দিনের প্রধানমন্ত্রী লেকর্নু
গাজায় জিম্মি ও ইসরাইলে আটক ব্যক্তিদের সহায়তায় প্রস্তুত রেড ক্রস
ট্রাম্পের ৮০তম জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই
দেশের মানুষই বিএনপির আস্থার প্রতীক : তারেক রহমান
আবারও বিসিবি সভাপতি বুলবুল
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
১০