লক্ষ্মীপুরে শহীদদের কবরে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১২:৫০
ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৫ আগষ্ট, ২০২৫ (বাসস) : ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে পৌরসভার বাস টার্মিনাল এলাকায় প্রথম শহীদ সাদ আল আফনানের কবরে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। 

এরপর পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন, পুলিশ সুপার আকতার হোসেন।  

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী আরমান হোসাইনের নেতৃত্বে শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাদ আল আফনানের কবরে কিছুক্ষন নিরবে দাড়িঁয়ে থাকেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।  

এসময় পুলিশ সুপার আকতার হোসেন বলেন, ২৪ এর চেতনায় উজ্জীবিত হয়ে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। 

জাতি কখনও তাদের ভুলবেনা। তিনি আরো বলেন, শহীদদের মর্যাদা ও শহীদ পরিবারের নিরাপত্তায় কাজ করছে জেলা পুলিশ।  

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, জুলাই গনঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে ১৭জন শহীদ হয়েছেন। এদের মধ্যে ৪ জন লক্ষ্মীপুর ও অন্যরা দেশের বিভিন্ন স্থানে শহীদ হয়েছেন। প্রত্যেকটি শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। যে  চেতনা নিয়ে দেশের তরুনরা প্রাণ দিয়েছেন। সেটি রক্ষা করাই এখন মূল দায়িত্ব। 

এছাড়া উপজেলা পরিষদ কার্যালয়ে শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভা করা হচ্ছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যাম্পাসগুলো বন্ধের পর আন্দোলনের প্ল্যাটফর্ম হয়ে উঠে পুরো বাংলাদেশ : আসিফ মাহমুদ
কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই মুক্তিযোদ্ধা : আব্দুল্লাহ তাহের
‘পানিভিত্তিক অর্থনীতি’ গড়ে তুলতে চাই : প্রধান উপদেষ্টা
সেরা ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান প্রধান উপদেষ্টার
 জুলাই গণ-অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টার ভাষণের পূর্ণ বিবরণী
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটা গোষ্ঠী উন্মুখ হয়ে আছে : প্রধান উপদেষ্টা
জেনেভায় প্লাস্টিক দূষণবিরোধী চুক্তির আলোচনা শুরু
পিবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’
ভবিষ্যতে কোনো সরকার যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে হবে : প্রধান উপদেষ্টা
১০