কুমিল্লায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৩:০০
আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয় র‌্যালিসহ নানা আয়োজনে কুমিল্লায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। ছবি : বাসস

কুমিল্লা, ৫ আগস্ট ২০২৫ (বাসস) : জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নানা আয়োজনে কুমিল্লায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। 

আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয় র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচিতে মুখর ছিল জেলাজুড়ে।

আজ মঙ্গলবার সকালে নগরীর উত্তর রামপুর এলাকায় চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। 

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান।

জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ সুপার নাজির আহম্মেদ খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ রশিদ ইয়াছিন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিবাদের এক ঐতিহাসিক অধ্যায়। এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা ন্যায় ও অধিকার নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি।

অনুষ্ঠান শেষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিবসটি উপলক্ষে সকালে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এ সময় বক্তব্য দেন কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ, সেক্রেটারি নাজমুল পঞ্চায়েত, সংগঠনিক নেতা আকিব আব্দুল্লাহ, ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মনির হোসেনসহ অন্যরা।

বিকেলে অলোচনা সভা ও বিজয় র‌্যালির আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন সংগঠন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০