কুমিল্লায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৩:০০
আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয় র‌্যালিসহ নানা আয়োজনে কুমিল্লায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। ছবি : বাসস

কুমিল্লা, ৫ আগস্ট ২০২৫ (বাসস) : জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নানা আয়োজনে কুমিল্লায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। 

আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয় র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচিতে মুখর ছিল জেলাজুড়ে।

আজ মঙ্গলবার সকালে নগরীর উত্তর রামপুর এলাকায় চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। 

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান।

জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ সুপার নাজির আহম্মেদ খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ রশিদ ইয়াছিন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিবাদের এক ঐতিহাসিক অধ্যায়। এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা ন্যায় ও অধিকার নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি।

অনুষ্ঠান শেষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিবসটি উপলক্ষে সকালে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এ সময় বক্তব্য দেন কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ, সেক্রেটারি নাজমুল পঞ্চায়েত, সংগঠনিক নেতা আকিব আব্দুল্লাহ, ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মনির হোসেনসহ অন্যরা।

বিকেলে অলোচনা সভা ও বিজয় র‌্যালির আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন সংগঠন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
বিচারক সভ্যতার শিকড় না বুঝে আইনের ব্যাখ্যা দিতে পারেন না : প্রধান বিচারপতি
মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ৮ টি দোকান পুড়ে গেছে
বিএমইউতে শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি ও পুষ্টি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
মানিকগঞ্জে শিল্পকলা একাডেমির ডিজিকে সংবর্ধনা
টঙ্গীতে তুলার গোডাউনে আগুন 
মাগুরায় অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ
সুনামগঞ্জে নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিএনএ আবিষ্কারক নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই
গোপালগঞ্জে ২ হাজার ৮২০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ
১০