বাসযোগ্য নগর গড়তে ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি : ডিএনসিসি প্রশাসক

বাসস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১৫:৪৫
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ফাইল ছবি

ঢাকা, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, একটি ন্যায্য ও বাসযোগ্য শহর গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। দলমত নির্বিশেষে সবাই একসঙ্গে কাজ করলে ঢাকাকে একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগরে রূপ দেওয়া সম্ভব।

আজ রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত ‘রান ফর ফেয়ার সিটি’ ম্যারাথনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বেসরকারি সংস্থা ব্রাইটার্স ও ডিএনসিসির যৌথ আয়োজনে ৫ শতাধিক তরুণ এ ম্যারাথনে অংশগ্রহণ করেন। ইভেন্টটির মাধ্যমে তরুণদের মাঝে ন্যায়ভিত্তিক, মানবিক ও পরিবেশবান্ধব নগর গঠনের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

প্রশাসক এজাজ বলেন, ‘ন্যায্য নগর গঠনে তরুণদের কার্যকর অংশগ্রহণ অত্যন্ত জরুরি। একটি বাসযোগ্য, পরিবেশবান্ধব ও মানবিক শহর গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।’ 

তিনি জানান, পরিবেশগত ন্যায্যতা, পাবলিক স্পেস বৃদ্ধি এবং গ্রিন স্পেস সম্প্রসারণে ডিএনসিসি ইতোমধ্যে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে।

‘রান ফর ফেয়ার সিটি’ আয়োজনে ৫ কিলোমিটার ও সাড়ে ৭ কিলোমিটার দু’টি বিভাগে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি রেজিস্ট্রেশনের বিপরীতে একটি করে গাছ লাগানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। যা নগর সবুজায়নের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।

আয়োজক সংস্থা ব্রাইটার্স-এর পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগ তরুণদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ, নগর পরিকল্পনায় অংশগ্রহণ এবং ন্যায্যতার ধারণা জাগিয়ে তুলবে। তরুণ প্রজন্মই পারে এমন একটি ঢাকা গড়তে, যেখানে মর্যাদা, ন্যায় ও পরিবেশের সমতা নিশ্চিত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ ব্যাংককে পূর্ণ স্বাধীনতা প্রদানের আহ্বান বিশেষজ্ঞদের 
ট্রাম্পের পরিকল্পনার প্রেক্ষিতে গাজায় সহায়তা বাড়াতে প্রস্তুত জাতিসংঘ
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ২২০৮ মামলা
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে যৌথভাবে শীর্ষে নিয়াজ ও ফাহাদ
নির্বাচনে বাধা সৃষ্টিকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন আহমেদ
ব্র্যাক, ইউসিবি ও ট্রাস্ট ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি
স্কুল হ্যান্ডবলের সেমিফাইনালে সানিডেইল, সেন্ট গ্রেগরী, নারিন্দা ও মুসলিম হাই স্কুল
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে শিগগিরই শুরু হবে সমন্বিত প্রশিক্ষণ কোর্স: তথ্য উপদেষ্টা
পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলায় নিহত ১০
১০