ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহত রেখেছে : শিল্প উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১৯:০৬
শক্রবার চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উন্নয়নমূলক কাজ পরিদর্শনে উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি : পিআইডি

ঢাকা, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ রুখে দিতে পারবে না।
 
তিনি বলেন, ‘ষড়যন্ত্র থেমে নেই। পতিত ফ্যাসিবাদি শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। কিন্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না।’

আজ শক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) রিং রোড মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আদিলুর রহমান খান এ সব কথা বলেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ সব কথা জানানো হয়েছে।

শিল্প উপদেষ্টা বলেন, ’২৪ এর গণ আন্দোলনে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে এক বছর আগে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছিল। এক বছর পর এসে বলতে পারি সেই প্রক্রিয়া বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই। আজকের দিনে একটি মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছি। যা সিডিএর অত্যন্ত ভালো উদ্যোগ।

মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন চট্রগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, সিটি কর্পোরেশন ও সিডিএর কর্মকর্তাবৃন্দ।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘পতেঙ্গা আউটার রিং রোড এলাকায় দীর্ঘদিন কোনো মসজিদ ছিল না। আজ এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। এখানে উপস্থিত আমরা সবাই আল্লাহর ঘর নির্মাণের শরিক হলাম।’ তিনি মসজিদের পাশে একটি পার্ক নির্মাণের আহ্বান জানান।

দুই তলা বিশিষ্ট এ মসজিদের মোট আয়তন হবে ৪৪ হাজার ১৯৯ বর্গফুট। এই মসজিদে ১ হাজার ৯১৮ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এই মসজিদে নারীদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মামুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজা দখলের পরিকল্পনার ঘটনায় বেলজিয়ামে ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব
বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সাফল্য নিয়ে এক বছর পূর্ণ করল অন্তর্বর্তী সরকার
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের বিবৃতি প্রত্যাখ্যান করেছে সরকার
কাজাখস্তানে রুশ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু
চট্টগ্রামে ১৮ মামলার আসামি মাদক সম্রাট সোবাহান গ্রেফতার
মালদ্বীপে বাংলাদেশের নতুন হাইকমিশনার হলেন ড. নাজমুল ইসলাম
ফাইনালের আগে বড় জয় দিয়ে লিগ পর্ব শেষ করল বাংলাদেশ
ফ্যাসিবাদবিরোধী আন্দোলন পুরো বাংলাদেশকে এক সুতোয় বেঁধেছিল : আখতার হোসেন
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য জব্দ
টের স্টেগেনকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিল বার্সেলোনা
১০