পশুর চ্যানেলে ড্রেজিংয়ে মোংলা বন্দর ও নৌবাহিনীর মধ্যে সমঝোতা

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৮:৫৮
বৃহস্পতিবার মোংলা বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ছবি: পিআইডি

ঢাকা,  ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : নৌপরিবহণ মন্ত্রণালয়ের আওতাধীন মোংলা বন্দরের পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মোংলা বন্দর দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উল্লেখ করে নৌপরিবহণ উপদেষ্টা বলেন, পশুর চ্যানেলে ড্রেজিং বন্দরের উন্নয়নের জন্য বড় চ্যালেঞ্জ হলেও নানা সীমাবদ্ধতার কারণে তা বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছিল। এই সমস্যা সমাধানে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মোংলা বন্দরের ব্যবহার বৃদ্ধি, রাজস্ব আয় বৃদ্ধি এবং বন্দরের ব্যবসা-বাণিজ্য কার্যক্রমকে আঞ্চলিক হাবে রূপান্তর সম্ভব হবে। পাশাপাশি রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য নিরবচ্ছিন্ন কয়লা পরিবহণ নিশ্চিত হবে।

উল্লেখ্য, প্রকল্পটি ২০২৫ সালের ৮ জানুয়ারি একনেক সভায় অনুমোদিত হয় এবং ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান, নৌপরিবহণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসলামে নারীর অধিকার বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের যৌথ বৈশ্বিক সম্মেলন 
এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ প্রস্তুতির নিরপেক্ষ মূল্যায়নে সহায়তা দেবে জাতিসংঘ
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থনের অঙ্গীকার জাতিসংঘ মহাসচিবের
আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
উত্তরায় আনসার-ভিডিপি মহাপরিচালকের মন্দির পরিদর্শন
জামায়াতের আমীরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
১০