সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৯:০৩
ছবি: বাসস

সুনামগঞ্জ,  ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার দাবিতে আজ সুনামগঞ্জে মানববন্ধন পালন করা হয়েছে। পাশাপাশি টাঙ্গুয়ার হাওরকেন্দ্রীক অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রত্যাহার এবং জীববৈচিত্র্য রক্ষার মাধ্যমে নীতিমালার আলোকে পর্যটন ব্যবস্থা চালুর দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। 

হাওর ও নদী রক্ষা আন্দোলন এর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের আলফাত স্কয়ারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

হাওর ও নদী রক্ষা আন্দোলন এর যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক মিলনে'র সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ'র সঞ্চালনায় এতে বক্তব্য দেন, জনউদ্যোগের আহ্বায়ক রামেন্দ্র কুমার দে মিন্টু, সিপিবির সাবেক সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার, পরিবেশ রক্ষা আন্দোলন সভাপতি একেএম আবু নাছার, সাংবাদিক পংকজ কান্তি দে, অ্যাডভোকেট খলিল রহমান, জাহাঙ্গীর আলম, সমাজকর্মী নুরুল হক, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম মজনু, জামালগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোফায়েল আহমেদ প্রমুখ। 

বক্তারা বলেন, সাদা পাথর হচ্ছে সিলেটবাসীর ঐতিহ্য। সারা দেশে এবং বিদেশে এর পরিচিতি রয়েছে। সাদা পাথর যে লুটপাট হয়েছে, এটি নতুন কিছু নয়। এ ঘটনা আমাদেরকে বিস্মিত করেছে। বক্তারা আরো বলেন, যারা এই লুটের মদদদাতা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই সরকারের প্রতি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭
কচুয়া উপজেলার প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
মানিকগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
পুরোনো ভিডিও দিয়ে ডাকসু নিয়ে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
ব্যবসায়ী শাওন হত্যা মামলায় আনিসুল রিমান্ডে
শুল্ক নিয়ে দ্রুত রায় দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে ট্রাম্প প্রশাসন
শিশুর বিকাশে তার সিদ্ধান্তকে বিবেচনায় নেয়া জরুরি
রাঙ্গামাটিতে মানসম্মত  শিক্ষা নিশ্চিতকরণে  সভা
নওগাঁয় আউশ ধান চাষ করে লাভবান কৃষকরা
রংপুরে মহিলা শ্রমিক লীগ নেত্রী কারাগারে
১০