নীলফামারীতে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৯:১৭
নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি। ছবি : বাসস

নীলফামারী, ১৪ আগস্ট ২০২৫ (বাসস) : নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে ৭০ জনের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণের কর্মসূচির উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। 

এ কর্মসূচির আওতায় ৫৭০ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, স্বপ্ন দেখতে হবে অনেক বড়। স্বপ্ন নিয়েই এগুতে হবে। তাহলে গন্তব্যে পৌঁছানো সম্ভব। মোবাইলের অপব্যবহার শিক্ষার্থীদের ক্ষতি করছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭১ জন, উচ্চ মাধ্যমিকের ৯১ জন এবং মাধ্যমিক পর্যায়ের ৩০৮ জনসহ ৫৭০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। আজ ৭০ জনকে বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হয়েছে। এসব শিক্ষার্থীর মধ্যে ৩৭ লাখ টাকা বিতরণ করা হবে।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীকে ১০ হাজার এবং উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের পাঁচ হাজার করে এককালীন বৃত্তি দেয়া হচ্ছে।

একই অনুষ্ঠানে পাঁচজন জুলাই যোদ্ধাকে ৫০ হাজার টাকা করে এবং একজন শ্রবণ প্রতিবন্ধীকে হেয়ারিং এইড কেনার জন্য ২০ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০