বান্দরবানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৯:২৮
আজ বৃহস্পতিবার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। ছবি: বাসস

বান্দরবান, ১৪ আগস্ট ২০২৫ (বাসস): বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ৬টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। এর আগে বুধবারও দুটি ইটভাটা উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রেজাউল করিম। এ কাজে সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো-ইউবিএম, এসবি ডব্লিউ, এমবি আই, ইবিএম, ৭বিএম, এলাহি ব্রিকস ও সেভেন ব্রিকস ম্যানুফ্যাকচারিং। এসব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন ছিল না।

হাইকোর্টের নির্দেশে পরিচালিত এই অভিযানে কর্মকর্তারা জানান, উচ্ছেদের পর কেউ পুনরায় অবৈধভাবে কার্যক্রম শুরু করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে লুট হওয়া পাথর উদ্ধার ও প্রতিস্থাপনে যৌথ বাহিনীর অভিযান চলছে
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারা দেশে আটক ৭০
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫২ জন হাসপাতালে ভর্তি 
ঝিলমিল আবাসিক প্রকল্পে ১৫ চালকের নামে প্লট বরাদ্দ বাতিল
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছে ১৫৯ জন বাংলাদেশি
বর্তমানে দেশের মোট ভূমির ৫৯.৭ শতাংশ কৃষি জমি : ভূমি সচিব
সরকার উৎখাতের ষড়যন্ত্র : হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট ও গ্রেফতারি পরোয়ানা 
অফিসার্স মিলিটারি পুলিশ কোর্সের প্রশিক্ষণার্থীদের ডিএমপি সদর দপ্তর পরিদর্শন
হাওর অঞ্চলে কৃষিখাতে বালাইনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে জাতীয় কমিটির প্রথম সভা 
সিলেটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী ফ্রি চক্ষুসেবা কার্যক্রম শুরু
১০