বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৯:৫০
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ও ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। ছবি: কোলাজ

ঢাকা,  ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে আজ বৃহস্পতিবার এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। 

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সাক্ষাতে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি দ্বি-পক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। 

প্রধান বিচারপতি বিগত এক বছরে বিচারবিভাগের উন্নয়নে তার গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরে একটি স্বাধীন, শক্তিশালী ও ন্যায়বিচার-ভিত্তিক বিচার ব্যবস্থা গড়ে তুলতে চলমান পরিকল্পনা ও সংস্কার কার্যক্রমের বিস্তারিত বর্ণনা দেন এবং মানবাধিকার সংরক্ষণে বিচার বিভাগের ভূমিকা সম্পর্কেও আলোকপাত করেন। 

প্রধান বিচারপতি হিসেবে ড. সৈয়দ রেফাত আহমেদের এক বছর পূর্তিতে তাঁকে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স অভিনন্দন জানিয়ে বিচারবিভাগের উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং বিশেষ করে শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা, বিচারসেবা প্রদানে স্বচ্ছতা আনয়নে ১২ দফা নির্দেশনা, মামলায় বিবাদী পক্ষকে লিগ্যাল এইড প্রদানের জন্য ক্যাপাসিটি টেস্ট চালু, উচ্চ আদালতে বিচারক নিয়োগে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন ও আইন প্রণয়ন, বিচারপ্রার্থীদের জন্য সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু এবং অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধিতে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নকে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। 

তিনি আশা প্রকাশ করেন, প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে লুট হওয়া পাথর উদ্ধার ও প্রতিস্থাপনে যৌথ বাহিনীর অভিযান চলছে
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারা দেশে আটক ৭০
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫২ জন হাসপাতালে ভর্তি 
ঝিলমিল আবাসিক প্রকল্পে ১৫ চালকের নামে প্লট বরাদ্দ বাতিল
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছে ১৫৯ জন বাংলাদেশি
বর্তমানে দেশের মোট ভূমির ৫৯.৭ শতাংশ কৃষি জমি : ভূমি সচিব
সরকার উৎখাতের ষড়যন্ত্র : হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট ও গ্রেফতারি পরোয়ানা 
অফিসার্স মিলিটারি পুলিশ কোর্সের প্রশিক্ষণার্থীদের ডিএমপি সদর দপ্তর পরিদর্শন
হাওর অঞ্চলে কৃষিখাতে বালাইনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে জাতীয় কমিটির প্রথম সভা 
সিলেটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী ফ্রি চক্ষুসেবা কার্যক্রম শুরু
১০