তারুণ্যের শক্তিতে দেশকে এগিয়ে নেওয়ার এখনই সময় : ড. সায়মা

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৯:৫৫
আজ বৃহস্পতিবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক সেমিনারে (ঢাবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এসব কথা বলেন। ছবি: বাসস

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের সাহস ও শক্তি আমরা দেখেছি। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার এখনই উপযুক্ত সময়।

আজ বৃহস্পতিবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে দিনব্যাপী এক সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে প্রস্তুত করা জরুরি।

অধ্যাপক সায়মা বলেন, তরুণ জনগোষ্ঠীর ক্ষমতায়নের ক্ষেত্রে শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি ও সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে নির্দিষ্ট নীতি এবং কৌশল থাকা দরকার। তরুণদের সম্ভাবনা ও শক্তিকে কাজে লাগাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ড. সায়মা বলেন, মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার সঙ্গে পেশার সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে ‘হারনেসিং দি ইউথ ড্ডিভাইডেন্ড স্ট্র্যাটেজিক ইমপারেটিভস ফর বাংলাদেশ ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড’  শীর্ষক সেমিনারে  বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) সহযোগিতা করেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং বিআইআইএসএস’র মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. রাশেদ উজ জামান অনুষ্ঠান সঞ্চালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০