উখিয়ার কাটাখাল সীমান্তে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১০:৫৩

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের কাটাখাল সীমান্ত থেকে ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে পালংখালী বিওপি গোপন সূত্রে খবর পায়, সীমান্ত পিলার বিআরএম-১৮ এর কাছাকাছি দিয়ে মিয়ানমার থেকে বড় একটি মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করবে। খবর পেয়ে বিজিবির একটি বিশেষ দল বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কাটাখাল এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

রাত ৮টার দিকে মিয়ানমার থেকে সাতজনকে মাছের ঘেরের রাস্তা হয়ে বেড়িবাঁধের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা চারটি কালো কাপড়ের ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো আলামত হিসেবে উখিয়া থানায় জমা দিয়ে একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না : সারোয়ার তুষার
কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ
অপকর্মকারীদের বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে : সারজিস
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
১০