ফেনীতে জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও সভা

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৩:০৭
ছবি: বাসস

ফেনী, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস): সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে ফেনীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকালে শহরের রাজবাড়ি প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন কল্যাণ ফ্রন্ট। 

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরীর নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, সরকারি জিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সন্তোষ রঞ্জন নাথ, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট সমীর কর, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক তপন কর প্রমুখ। 

শোভাযাত্রাটি ট্রাংক রোডের খেজুর চত্বর, দোয়েল চত্বর, মডেল থানা প্রাঙ্গণসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী বলেন, শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেন তখন পৃথিবীতে জনজীবন বিপর্যস্ত। তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে উন্নত জীবনে নিয়ে আসার প্রচেষ্টা চালান। পরবর্তীতে শান্তির সুবাতাস বয়ে আসে। 

একইদিন দুপুরে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট দিলিপ কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রসিক শেখর ভৌমিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা ও সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না : সারোয়ার তুষার
কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ
অপকর্মকারীদের বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে : সারজিস
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
১০