নওগাঁয় ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৩:২৭

নওগাঁ, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস) : নওগাঁর রানীনগর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে বাবু প্রামানিক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে রাজশাহী থেকে চিলাহাটি গামী তিতুমির এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু প্রামানিক সদর উপজেলার শিমুলিয়া উত্তরপাড়া গ্রামের মৃত শমসের প্রামানিকের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে বাবু প্রামানিক বাড়ি থেকে বেরিয়ে যান। গ্রাম থেকে কিছু দূরে রানীনগর রেলওয়ে স্টেশনে। সেখানে ট্রেনে কাটা পড়ে মারা যান। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে আসে।

রানীনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল খালেক বলেন, তিতুমির এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে চিলাহাটি যাচ্ছিল। এ সময় সকাল সাড়ে ৮টার দিকে বাবু প্রামানিক রেললাইন পার হওয়ার সময় কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ বলেন, তিতুমির এক্সপ্রেস ট্রেনটি রানীনগর রেলওয়ে স্টেশনের উত্তরপাশে আসলে বাবু প্রামানিক নামে ওই ব্যক্তি অসাবধানতাবসত রেললাইন পার হচ্ছিলেন। স্থানীয়রা তাকে অনেকবার ডাকলেও তিনি কর্ণপাত করেননি। এতে রেললাইনে কাটা পড়ে তিনি মারা যান। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০