হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৩:৪৯

চট্টগ্রাম উত্তর, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান হাবিব (২৪) নিহত হয়েছেন।

শুক্রবার রাত প্রায় সাড়ে এগারটার দিকে হাটহাজারী পৌরসভার মিরেরহাট বাজার এলাকার হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডস্থ শায়েস্তা খাঁ পাড়ার আব্দুল মোনাত কালু সওদাগরের ছেলে। তিনি হাটহাজারী বাস স্টেশনের পশ্চিম পাশে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পৌরসভার মীরেরহাট এলাকায় নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে আহত হন মোটরসাইকেল আরোহী হাবীব। স্থানীয়রা গুরুতর আহত হাবীবকে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে সড়ক দুর্ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক তানভীর জানান, রাতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহতের খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও ভিকটিমের সঙ্গে থাকা স্বজনরা তথ্য না দিয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনে ৮৫টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া: কিয়েভ
ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের প্রতিবাদ জামায়াতের
নাটোরে পিআইবি’র মাল্টিমিডিয়া বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত
পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ: মিয়া গোলাম পরওয়ার
এবি পার্টি ঢাকা উত্তরের আহ্বায়ক সেলিম, সদস্যসচিব সামিউল
রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নাঈমুলসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট
জন্মাষ্টমীতে বগুড়ায় মঙ্গল শোভাযাত্রা
নানা আয়োজনে নীলফামারীতে জন্মাষ্টমী পালিত
১০