নানা আয়োজনে খাগড়াছড়িতে জন্মাষ্টমী পালিত

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৪:৪৪
ছবি : বাসস

খাগড়াছড়ি, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস) : নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। 

আজ শনিবার সকালে জন্মাষ্টমী উদযাপন পরিষদ জেলা শাখা অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। শোভাযাত্রাটি শাপলা চত্বর, চেঙ্গী স্কোয়ারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ভক্তরা ঢাক-ঢোল, শঙ্খ, কাসা-ঘণ্টা নিয়ে অংশগ্রহণ করেন। 

এ ছাড়া স্ব-স্ব মন্দির ও এলাকার মহল্লায় পূজা, উপবাস, রাতব্যাপী ব্রত ও কীর্তনের মাধ্যমে জন্মাষ্টমী উদযাপন করা হবে।

অনুষ্ঠানগুলোতে হাজারো সনাতন ধর্মাবলম্বীর পাশাপাশি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি অশোক কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সদর উপজেলার ইউএনও সুজন চন্দ্র রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসারসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

সভায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক নির্মল দেব।

এর আগে সকালে খাগড়াপুরস্থ জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির আয়োজনে শোভাযাত্রা হয়।

এছাড়া জন্মাষ্টমী উপলক্ষে অদুল অনিতা ট্রাস্টের সহযোগিতায় ত্রিপুরা সনাতনী গীতা সংঘ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে খাগড়াপুর জে বি সি কমিউনিটি সেন্টারে পূজা, শ্রীমদ্ভগবদ গীতাপাঠ, গীতাপাঠ প্রতিযোগিতা ও মহাপ্রসাদ আস্বাদনের অনুষ্ঠান করা হয়। 

এতে পূজার পুরোহিত করেন ত্রিপুরা সনাতনী গীতা সংঘের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা প্রভাংশু ত্রিপুরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজন
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে ড্যাবের কর্মসূচি
সমাজকে রাজনীতির ঊর্ধ্বে রাখলে ধর্মীয় বিভাজন হবে না : টুকু
মানুষ নিরুপায় হয়ে চিকিৎসা নিতে বিদেশে যায়: আসিফ নজরুল 
বারবার শুভবুদ্ধি আমাদের একত্রিত করেছে: ফারুক ই আজম
সীমান্ত নিয়ে আলোচনার জন্য ভারত সফরে যাচ্ছেন চীনের শীর্ষ কূটনীতিক
ইউক্রেনে ৮৫টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া: কিয়েভ
ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের প্রতিবাদ জামায়াতের
নাটোরে পিআইবি’র মাল্টিমিডিয়া বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত
১০