বাগেরহাটে জন্মাষ্টমী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৪:৫২
ছবি : বাসস

বাগেরহাট, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস) : হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আবির্ভাব উপলক্ষে জেলায় দুই দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

বাগেরহাট জেলা পূজা উদ্যাপন ফ্রন্ট এ উপলক্ষে আজ সকাল ১০টায় শালতলা হরিসভা মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠান সূচনা  করে।  

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। এতে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম, বিএনপির সমন্বয়ক এম এ সালাম, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শাহেদ আলি রবি। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী গুরু সেবানন্দ মহারাজ।

জয়ন্ত কুন্ডু বলেন, যখন ধর্ম পরাজিত হয়, দুষ্কৃতকারী ও অন্যায়কারীদের বিনাশ করতে যুগে যুগে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। 

অনুষ্ঠানে ‎সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সভাপতি বাবু মোহন লাল হালদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা উদ্যাপন ফ্রন্টের সদস্য সচিব বাবলা হালদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তারাপদ দাম,অভিজিৎ দেবনাথ, নিলয় দে, স্বপন সাহা ও কিশোর কুন্ডু।

পরে ঢাক-ঢোল, শাখ-সানাই ও ব্যান্ডের তালে তালে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা অর্চনার মধ্য দিয়ে প্রথম দিবসের পরিসমাপ্তি ঘটে। আগামীকাল পূজা অর্চনাসহ ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় দুই দিনের কর্মসূচি শেষ হবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০