পটুয়াখালী, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার বঙ্গোপসাগরে জেলে আল আমিনের জালে ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। সেই মাছ তিনি ৩৪ হাজার টাকায় বিক্রি করেছেন।
আজ শনিবার দুপুর ১২টার দিকে আল আমিন মাঝি কুয়াকাটা মৎস্য আড়তে মাছটি বিক্রি করেন।
আল আমিন জানান, প্রতিদিনের মতো সকালে সাগরে জাল ফেলে অপেক্ষার পর হঠাৎ টান দিলে বুঝতে পারি বড় কোনো মাছ আটকা পড়েছে। তাৎক্ষণিক উঠিয়ে দেখলাম ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে।
পরে মাছটি বিক্রির জন্য কুয়াকাটা মৎস্য বাজারের খান ফিসে নিয়ে যান। সেখানে মৎস্য ব্যবসায়ী খলিল মিয়া ১৬০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮০০ টাকায় মাছটি কেনেন।
কোরাল মাছ কিনে সন্তোষ প্রকাশ করে মৎস্য ব্যবসায়ী মো. খলিল মিয়া বলেন, এক হাজার ছয়শ টাকা কেজি দরে ২২ কেজি ওজনের কোরাল মাছটি দুপুরেই ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় মাছটি ১৭০০ টাকা কেজি দরে বিক্রির আশা।