চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ল ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানা

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৫:২৫
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম শহরের বাকলিয়া এক্সেস রোডে ভয়াবহ আগুনে একটি ঝুটের গুদাম, একটি প্লাস্টিক কারখানা এবং আশপাশের কয়েকটি বসতবাড়ি পুড়ে গেছে।

আজ শনিবার চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বাকলিয়া এক্সেস রোডের মুখে আহাদ কনভেনশন হলের পাশে প্রথমে একটি ঝুটের গুদামে আগুন লাগে। পরে পাশের প্লাস্টিক কারখানা এবং আশপাশের বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। উভয় প্রতিষ্ঠানই ব্যক্তি মালিকানাধীন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ২টার দিকে আগুনের খবর পেয়ে চট্টগ্রামের চারটি স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

মোহাম্মদ আব্দুল মন্নান জানান, পর্যাপ্ত পানি না থাকায় কাজে বেগ পেতে হয়। পাশাপাশি, কারখানার দাহ্য পদার্থ আগুন নিয়ন্ত্রণে আনতে বাধা দিয়েছে। বর্তমানে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নড়াইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফরিদপুরের সদরপুরে বিএনপির উঠান বৈঠক
রাষ্ট্র ও গণমাধ্যমের ভিকটিমের প্রতি দায়-দায়িত্ব
তেজগাঁওয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটি গ্রেফতার
শিশু রানার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
১০