চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ল ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানা

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৫:২৫
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম শহরের বাকলিয়া এক্সেস রোডে ভয়াবহ আগুনে একটি ঝুটের গুদাম, একটি প্লাস্টিক কারখানা এবং আশপাশের কয়েকটি বসতবাড়ি পুড়ে গেছে।

আজ শনিবার চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বাকলিয়া এক্সেস রোডের মুখে আহাদ কনভেনশন হলের পাশে প্রথমে একটি ঝুটের গুদামে আগুন লাগে। পরে পাশের প্লাস্টিক কারখানা এবং আশপাশের বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। উভয় প্রতিষ্ঠানই ব্যক্তি মালিকানাধীন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ২টার দিকে আগুনের খবর পেয়ে চট্টগ্রামের চারটি স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

মোহাম্মদ আব্দুল মন্নান জানান, পর্যাপ্ত পানি না থাকায় কাজে বেগ পেতে হয়। পাশাপাশি, কারখানার দাহ্য পদার্থ আগুন নিয়ন্ত্রণে আনতে বাধা দিয়েছে। বর্তমানে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০