ফেনীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৫:২৭
ছবি : বাসস

ফেনী, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস): ফেনীতে চার শতাধিক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করে ইসলামী ছাত্রশিবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফ।

সংগঠনের ফেনী জেলা শাখার সভাপতি আবু হানিফ হেলালের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাম হোসেন আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মূসা ও শহর শিবিরের সভাপতি মুহাম্মদ ওমর ফারুক।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র মুনতাসীর রহমান, শমসের মুবিন চৌধুরী, অভিভাবকদের পক্ষ থেকে সাবেক চেয়ারম্যান ইবরাহীম মজুমদার বক্তব্য দেন।

ডা. ফখরুদ্দীন মানিক বলেন, আমাদের শুধুমাত্র জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিকে গুরুত্ব দিলে হবে না। আমাদের ধর্মকেও গুরুত্ব দিতে হবে। ধর্ম আমাদের নৈতিকতা শেখায়। ধর্ম আমাদের মানবতা শেখায়। 

অনুষ্ঠানে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৪ শতাধিক কৃতী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক, পুরস্কার, ফুল ও সনদ প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নড়াইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফরিদপুরের সদরপুরে বিএনপির উঠান বৈঠক
রাষ্ট্র ও গণমাধ্যমের ভিকটিমের প্রতি দায়-দায়িত্ব
তেজগাঁওয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটি গ্রেফতার
শিশু রানার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
১০