জন্মাষ্টমী উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৫:৩৯
ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৬ আগস্ট ২০২৫ (বাসস) : নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।

আজ শনিবার সনাতনী সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সকালে জন্মাষ্টমী উদযাপন পরিষদ জেলা কমিটির উদ্যোগে শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। 

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য দয়াল দাশের সভাপতিত্বে সভায় ধর্মীয় আলোচক ছিলেন জেলা আশ্রম আধিপতি শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গামাটি সদর জোনের উপ-অধিনায়ক মোঃ তারেকুল ইমরান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। 

জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আব্দুল আলীম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, জেলা পরিষদ সদস্য হাবীব আজম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটির সভাপতি অরূপ মুৎসুদ্দি, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক নন্দিতা দাশ,  সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত দে, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সান্টু চৌধুরী প্রমুখ।

আলোচনা সভা শেষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি  রাঙ্গামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নড়াইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফরিদপুরের সদরপুরে বিএনপির উঠান বৈঠক
রাষ্ট্র ও গণমাধ্যমের ভিকটিমের প্রতি দায়-দায়িত্ব
তেজগাঁওয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটি গ্রেফতার
শিশু রানার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
১০