কুষ্টিয়ায় সরকারি চালসহ ট্রাক জব্দ

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৬:৩৫
ছবি : বাসস

কুষ্টিয়া, ১৬ আগস্ট ২০২৫ (বাসস) : কুষ্টিয়ার মিরপুরে ১৫ টন সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার মিরপুর উপজেলার পোড়াদহ নতুন বাজার এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়।

আজ শনিবার তথ্য নিশ্চিত করে মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, সরকারি চোরাই চাল কেনা বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশের সহায়তায় পোড়াদহ নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তল্লাশি করে সরকারি সিলসহ ৩শ’ বস্তা চাল জব্দ করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি চাল রয়েছে। হিসাব করলে ১৫ টন চালের দাম প্রায় ৮ লাখ টাকা। 

ট্রাকচালক ও সহকারী জিজ্ঞাসাবাদে জানান, সরকারি এই চাল ময়মনসিংহ থেকে লোড হয়ে কুষ্টিয়ায় আসছে ঈশ্বরদীর এক ব্যবসায়ীর মাধ্যমে। তবে এ চাল কুষ্টিয়ায় কার কাছে আসছে তা জানা সম্ভব হয়নি। ঈশ্বরদীর ওই ব্যবসায়ীকে খবর দেওয়া হয়েছে। তিনি আসলে আসল ঘটনা জানা যাবে। এরপরেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, চাল বোঝাই ট্রাকটি এসিল্যান্ড সাহেব থানায় রেখে গেছেন। ট্রাকের চালক ও হেলপার থানা হেফাজতে আছে। পরবর্তী ব্যবস্থা তিনিই নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০