কুষ্টিয়ায় সরকারি চালসহ ট্রাক জব্দ

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৬:৩৫
ছবি : বাসস

কুষ্টিয়া, ১৬ আগস্ট ২০২৫ (বাসস) : কুষ্টিয়ার মিরপুরে ১৫ টন সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার মিরপুর উপজেলার পোড়াদহ নতুন বাজার এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়।

আজ শনিবার তথ্য নিশ্চিত করে মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, সরকারি চোরাই চাল কেনা বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশের সহায়তায় পোড়াদহ নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তল্লাশি করে সরকারি সিলসহ ৩শ’ বস্তা চাল জব্দ করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি চাল রয়েছে। হিসাব করলে ১৫ টন চালের দাম প্রায় ৮ লাখ টাকা। 

ট্রাকচালক ও সহকারী জিজ্ঞাসাবাদে জানান, সরকারি এই চাল ময়মনসিংহ থেকে লোড হয়ে কুষ্টিয়ায় আসছে ঈশ্বরদীর এক ব্যবসায়ীর মাধ্যমে। তবে এ চাল কুষ্টিয়ায় কার কাছে আসছে তা জানা সম্ভব হয়নি। ঈশ্বরদীর ওই ব্যবসায়ীকে খবর দেওয়া হয়েছে। তিনি আসলে আসল ঘটনা জানা যাবে। এরপরেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, চাল বোঝাই ট্রাকটি এসিল্যান্ড সাহেব থানায় রেখে গেছেন। ট্রাকের চালক ও হেলপার থানা হেফাজতে আছে। পরবর্তী ব্যবস্থা তিনিই নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নড়াইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফরিদপুরের সদরপুরে বিএনপির উঠান বৈঠক
রাষ্ট্র ও গণমাধ্যমের ভিকটিমের প্রতি দায়-দায়িত্ব
তেজগাঁওয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটি গ্রেফতার
শিশু রানার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
১০