গৃহহীন ক্যাথোয়াইচিংকে নতুন ঘর দিল সেনাবাহিনী

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৬:৩৬
ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৬ আগস্ট ২০২৫ (বাসস): জেলার কাউখালীতে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় দিন মজুর ক্যাথোয়াইচিং মারমাকে (৪৮) নতুন ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 

শনিবার সকাল ১১টায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর হস্তান্তর করেন রাঙ্গামাটি সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী, এসইউপি, পিএসসি।

এ সময় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, সদর জোনের ৬০ ইবি এর ক্যাপ্টেন সাদেকী আরাফান নিলয়, কাউখালী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকিব হোসেন শাওন, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিনসহ স্থানীয় হেডম্যান কার্বারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নতুন ঘর পেয়ে অসহায় পরিবারটি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানায়।

গত ৬ জুলাই কাউখালীর যৌথ খামার এলাকায় দিন মজুর ক্যাথোয়াইচিং মারমার বাড়িটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে পুরো পরিবার গৃহহীন হয়ে পড়ে। 

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, ডাল ও নগদ অর্থ দিয়ে সহায়তা করেন ইউএনও কাজী আতিকুর রহমান।

পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়ন অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নেয়। দীর্ঘ এক মাস কাজ শেষে আজ রাঙ্গামাটি সদর জোনের পক্ষ থেকে নতুন ঘরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০