নানা আয়োজনে নীলফামারীতে জন্মাষ্টমী পালিত

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৬:৪৬
নানা আয়োজনে নীলফামারীতে জন্মাষ্টমী পালিত। ছবি: বাসস

নীলফামারী, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় নানা আয়োজনে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। 

এ উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে আলোচনা সভা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক প্রবীর গুহ রিন্টু, মন্দির কমিটির কোষাধ্যক্ষ মনন সকোর, সহ-সাধারণ সম্পাদক ঝন্টু ভৌমিক প্রমুখ।

কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহা জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ বেলা ১১টার দিকে শহরের মিলনপল্লী, শিবমন্দির, দেবীরডাঙ্গাসহ বিভিন্ন মিন্দর থেকে ভক্তরা শোভাযাত্রা নিয়ে কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে একত্রিত হন। 

এরপর সেখান থেকে সবার অংশগ্রহণে বিশাল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরাজদিখানে বাস্তবায়িত হবে এসেনসিয়াল ড্রাগসের ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
নতুন প্রজন্ম বিপথগামী হওয়ার প্রধান কারণ মাদক ও মোবাইল : অ্যাডভোকেট বোরহান
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে নিহত ১১
আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে : মঈন খান
আগামী তিনদিনে সিলেটের নদ-নদী পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে
যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উদযাপিত
৪ শাখার সঙ্গে জরুরি সভা ডেকেছে ছাত্রদল
বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ আমলের সব খুন-হত্যার বিচার করা হবে: গয়েশ্বর
মুন্সীগঞ্জে পদ্মায় ভাঙনরোধে ফেলা হয়েছে জিও ব্যাগ 
১০