নানা আয়োজনে নীলফামারীতে জন্মাষ্টমী পালিত

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৬:৪৬
নানা আয়োজনে নীলফামারীতে জন্মাষ্টমী পালিত। ছবি: বাসস

নীলফামারী, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় নানা আয়োজনে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। 

এ উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে আলোচনা সভা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক প্রবীর গুহ রিন্টু, মন্দির কমিটির কোষাধ্যক্ষ মনন সকোর, সহ-সাধারণ সম্পাদক ঝন্টু ভৌমিক প্রমুখ।

কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহা জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ বেলা ১১টার দিকে শহরের মিলনপল্লী, শিবমন্দির, দেবীরডাঙ্গাসহ বিভিন্ন মিন্দর থেকে ভক্তরা শোভাযাত্রা নিয়ে কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে একত্রিত হন। 

এরপর সেখান থেকে সবার অংশগ্রহণে বিশাল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নড়াইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফরিদপুরের সদরপুরে বিএনপির উঠান বৈঠক
রাষ্ট্র ও গণমাধ্যমের ভিকটিমের প্রতি দায়-দায়িত্ব
তেজগাঁওয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটি গ্রেফতার
শিশু রানার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
১০