নানা আয়োজনে নীলফামারীতে জন্মাষ্টমী পালিত

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৬:৪৬
নানা আয়োজনে নীলফামারীতে জন্মাষ্টমী পালিত। ছবি: বাসস

নীলফামারী, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় নানা আয়োজনে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। 

এ উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে আলোচনা সভা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক প্রবীর গুহ রিন্টু, মন্দির কমিটির কোষাধ্যক্ষ মনন সকোর, সহ-সাধারণ সম্পাদক ঝন্টু ভৌমিক প্রমুখ।

কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহা জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ বেলা ১১টার দিকে শহরের মিলনপল্লী, শিবমন্দির, দেবীরডাঙ্গাসহ বিভিন্ন মিন্দর থেকে ভক্তরা শোভাযাত্রা নিয়ে কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে একত্রিত হন। 

এরপর সেখান থেকে সবার অংশগ্রহণে বিশাল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি
সব ধর্মের মানুষ মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো: শাহজাহান মিঞা
বাহিরের ইন্ধনে দুষ্কৃতকারীরা দুর্গাপূজা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০