জন্মাষ্টমীতে বগুড়ায় মঙ্গল শোভাযাত্রা

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৬:৪৮
জন্মাষ্টমীতে বগুড়ায় মঙ্গল শোভাযাত্রা। ছবি : বাসস

বগুড়া, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস): বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। 

আজ শনিবার সকালে বগুড়া পূজা উদ্‌যাপন ফ্রন্ট ও পূজা উদ্‌যাপন পরিষদের পৃথক আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

শোভাযাত্রায় বগুড়া সদর ও পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা নানা সাজে সজ্জিত হয়ে বিভিন্নভাবে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

শোভাযাত্রার আগে জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু। 

এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের নির্বাহী সদস্য দিলীপ কুমার দেব, বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের সদস্য সচিব গৌর চন্দ্র পোদ্দার, পূজা উদ্‌যাপন পরিষদ বগুড়ার সভাপতি পরিমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক নির্মল রায়, পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নড়াইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফরিদপুরের সদরপুরে বিএনপির উঠান বৈঠক
রাষ্ট্র ও গণমাধ্যমের ভিকটিমের প্রতি দায়-দায়িত্ব
তেজগাঁওয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটি গ্রেফতার
শিশু রানার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
১০