অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৫
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং গ্যাস চুরি রোধে রোববার তিতাস গ্যাস মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং গ্যাস চুরি রোধে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড দুটি পৃথক স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।

রোববার চালানো এ অভিযানে বেশ কিছু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং জরিমানা আদায় করা হয়েছে।

তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিতরণ বিভাগ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ইকোনোমিক জোন এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

এই অভিযানে তিনটি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ এবং ‘দিশারী হোটেল এন্ড হাইওয়ে রেস্টুরেন্ট’ ও ‘হিরাঝিল হোটেল এন্ড হাইওয়ে রেস্টুরেন্ট’ নামের দুটি হোটেলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানকালে ফায়ার সার্ভিস এবং এক্সকাভেটরের সহায়তায় চুনাভাটির সরঞ্জামাদি নষ্ট করে দেওয়া হয়। এ অভিযানে মোট তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অবৈধ এসব সংযোগের মাধ্যমে প্রতি মাসে আনুমানিক ৬১ লাখ ১৫ হাজার ৯শ’ টাকা মূল্যের গ্যাস চুরি হতো। এই ঘটনায় ২টি মামলা দায়ের এবং দু’জন আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে সাভারের কলমা, গৌরীপুর, গরুরহাট, আশুলিয়া কলেজ রোড ও বড় আশুলিয়া এলাকায় অপর একটি অভিযান চালিয়ে তিতাস গ্যাস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।

এ অভিযানে একশ’ মিটার অবৈধ বিতরণ লাইন, দুটি অবৈধ শিল্প সংযোগ এবং তিনটি মিটারবিহীন আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উল্লেখ্য, ‘রুট নেক্স ওয়াশিং’ নামক একটি শিল্প প্রতিষ্ঠানের অবৈধ সংযোগ তৃতীয়বারের মতো বিচ্ছিন্ন করে সোর্স পয়েন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

এ অভিযানে একটি শিল্প গ্রাহকের কাছ থেকে মোট এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ এসব সংযোগের মাধ্যমে প্রতি মাসে আনুমানিক ৮ লাখ ২৮ হাজার ৫৮৫ টাকা মূল্যের গ্যাস চুরি হতো।

এ অভিযানের মাধ্যমে কর্তৃপক্ষ অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তাদের দৃঢ় প্রতিশ্রুতির বিষয়টিই পুনরায় তুলে ধরেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে দুই ব্যবসায়ীকে জরিমানা
তুরস্কের গ্যালিপোলিতে দাবানল, সাতটি গ্রাম খালি করা হয়েছে 
রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন শুরু ২৫ আগস্ট
ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
লক্ষ্মীপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ছাত্রীর মৃত্যু
চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৫
মাছের পোনা উৎপাদনে সফল দিনাজপুরের সাদেকা বানু
ইউজিসি সদস্য হিসেবে প্রফেসর ড. আইয়ূব ইসলামের যোগদান
সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
মৎস্যসম্পদ রক্ষায় দেশবাসীকে পরিবেশের প্রতি সদয় হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
১০