প্রয়াত মন্ত্রী খুরশিদ জাহানের ছেলেদের সংবর্ধনা

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:০৯
সোমবার জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে প্রয়াত মন্ত্রী খুরশিদ জাহানের ছেলেদের সংবর্ধনা দেওয়া হয়। ছবি: বাসস

দিনাজপুর, ১৮ আগস্ট ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় বোন প্রয়াত মন্ত্রী খুরশিদ জাহান হকের ছেলেদের দিনাজপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে।  

আজ সোমবার জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বেলা আড়াইটার দিকে হাসপাতালের সভাপতি শাহরিয়া আখতার হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় জেলা বাসীর জন্য খুরশিদ জাহানের উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ। 

তিনি বলেন, ১৯৯১-৯৬ সালে খুরশিদ জাহান হক সংরক্ষিত মহিলা আসনের এমপি এবং পরবর্তী ১৯৯৬-২০০১ এবং ২০০২-২০০৬ মেয়াদে দিনাজপুর সদর আসন থেকে এমপি নির্বাচিত হন। তিনি তৎকালীন বিএনপি সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর দায়িত্ব সফলভাবে পালন করেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগ নেওয়া জেলার উন্নয়নমূলক কাজ তিনি সফলভাবে করতে সক্ষম হন। 

তার উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে রয়েছে, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, বড়পুকুরিয়া কয়লা খনি, মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এছাড়া দিনাজপুর শিক্ষা বোর্ড, বিকেএসপি একাডেমি, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, মহিলা হস্তশিল্প কেন্দ্র, দিনাজপুর বধির ইনস্টিটিউট, কারিগরি ইনস্টিটিউটসহ অসংখ্য উন্নয়ন কার্যক্রম তিনি বাস্তবায়ন করেছেন।

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটকে মেডিকেল কলেজে রূপান্তরিত করতে জেলাবাসী এখন তার ছেলেদের কাছে সহযোগিতা প্রত্যাশা করছে।

অনুষ্ঠানে খুরশিদ জাহানের বড় ছেলে শাহারিয়ের আক্তার হক বলেন, জিয়া হার্ট ফাউন্ডেশন এবং সহযোগী প্রতিষ্ঠানগুলো দেড়যুগ ধরে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের প্রায় ৮টি জেলার জনমানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। মায়ের রেখে যাওয়া স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো সফল করতে আমরা সহযোগিতা দিয়ে আসছি।

অনুষ্ঠানে খুরশিদ জাহান হকের চার ছেলে শাহরিয়ার আখতার হক ডন, ডক্টর হাসনাইন আকতার হক, সানজিদ আক্তার হক ও তাসীন আক্তার হক ডেলকে সম্মাননা জানানো হয়।

এ সময় জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এবং সহযোগী চিকিৎসা সেবা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মৎস্য সম্পদ সংরক্ষণে জোর দিলেন বিশেষজ্ঞরা
গাজা সিটি দখলে ইসরাইলি পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত
খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন  
মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ‘ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস’ প্রশিক্ষণ শুরু
ডাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শেষ
জাতীয় কাবাডিতে পুরুষ বিভাগে নীলফামারী ও নারী বিভাগে রংপুর চ্যাম্পিয়ন
জয় দিয়ে চ্যালেঞ্জ কাপ শুরু বাংলাদেশ লাল দলের
এ্যাস্টন ভিলা থেকে রামসেকে দলে নিল নিউক্যাসল
৪৩তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নিশিপের ষষ্ঠ রাউন্ড শেষে দুইজন শীর্ষে
ঢাকায় মার্শাল
১০