সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৬:০৮

সিলেট, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম সোহাগ। তিনি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নামক গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

আজ বুধবার সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগের মৃত্যু হয়।

সোহাগের চাচা মো. নুরুল ইসলাম জানান, সোহাগ এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে কোথাও যাচ্ছিল। সিলেটগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সোহাগকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, সোহাগ ২০২৪ সালের এইচএসসি পাস করেছেন। বিদেশে উচ্চ শিক্ষার জন্য তিনি আগামী ৩০ আগস্ট আইএলটিএস পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

দুর্ঘটনার সময় সোহাগের সঙ্গে মোটরসাইকেলে থাকা তার বন্ধু সাফির হাত ভেঙে গেছে। বর্তমানে তিনি নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ধসে ৯১ জনের আটকা পড়ে আছে: কর্মকর্তা
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই : ইউএনএইচসিআর প্রধান
মরক্কোতে তরুণদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ
যশোরে পূজা হচ্ছে উৎসবমুখর : সনাতনী নেতৃবৃন্দ
আর্জেন্টিনায় তিন নারী হত্যায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী পেরুতে আটক
তারেক রহমানের পক্ষে মোংলায় খাদ্যসামগ্রী বিতরণ
সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার
মিয়ানমারের ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত 
মহানবমী আজ, বাজছে দেবীর বিদায়ঘণ্টা
১০