সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৬:০৮

সিলেট, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম সোহাগ। তিনি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নামক গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

আজ বুধবার সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগের মৃত্যু হয়।

সোহাগের চাচা মো. নুরুল ইসলাম জানান, সোহাগ এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে কোথাও যাচ্ছিল। সিলেটগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সোহাগকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, সোহাগ ২০২৪ সালের এইচএসসি পাস করেছেন। বিদেশে উচ্চ শিক্ষার জন্য তিনি আগামী ৩০ আগস্ট আইএলটিএস পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

দুর্ঘটনার সময় সোহাগের সঙ্গে মোটরসাইকেলে থাকা তার বন্ধু সাফির হাত ভেঙে গেছে। বর্তমানে তিনি নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিআর ভিত্তিক নির্বাচনের দাবিতে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের
সমন্বয় টিমের মাধ্যমে কাজের গতি বাড়ানোর আহ্বান সমাজকল্যাণ সচিবের
জাতীয় সংসদ নির্বাচন : ১০ সেপ্টেম্বর খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় নির্মাণ হচ্ছে আরও ৫১৬টি কমিউনিটি ক্লিনিক 
গণতন্ত্র পুনরুদ্ধারে বিপদসঙ্কুল পথ অতিক্রমে জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত: রিজভী
সবচেয়ে বেশী ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
এ্যাস্টন ভিলা থেকে জ্যামাইকার লিও বেইলিকে ধারে দলে নিল রোমা
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছেন জেসি
জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
২০২৪-২৫ অর্থবছরে বিমানের রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা
১০