চুয়াডাঙ্গায়  ২টি দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৬:১০
আজ চুয়াডাঙ্গায়  ২টি দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ২০ আগস্ট, ২০২৫ ( বাসস) : জেলার  আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম বাজারে মেয়াদোত্তীর্ণ সার ও মানহীন শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে ২ টি দোকানকে ৮০ হাজার টাকা  জরিমানা করা হয়েছে।  

আজ বুধবার বেলা  সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন  ভোক্তা অধিকারের  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

সহকারী পরিচালক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আনন্দধাম বাজারে  মুদি দোকান, জ্বালানী গ্যাস ও সার-বীজ দোকান  তদারকি করা হয়। 

এ সময় মেয়াদোত্তীর্ণ ম্যাগনেসিয়াম সার বিক্রয়ের জন্য বিসিআইসি সার ডিলার মো. আব্দুল বারীর প্রতিষ্ঠান মেসার্স আব্দুল বারীকে ৫০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিন্মমানের শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে মো. আব্দুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স ফাতেমা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় সকল প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ঔষধ, বীজ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করেন।

অভিযানের সময়  আলমডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. মাহফুজ রহমান, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিআর ভিত্তিক নির্বাচনের দাবিতে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের
সমন্বয় টিমের মাধ্যমে কাজের গতি বাড়ানোর আহ্বান সমাজকল্যাণ সচিবের
জাতীয় সংসদ নির্বাচন : ১০ সেপ্টেম্বর খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় নির্মাণ হচ্ছে আরও ৫১৬টি কমিউনিটি ক্লিনিক 
গণতন্ত্র পুনরুদ্ধারে বিপদসঙ্কুল পথ অতিক্রমে জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত: রিজভী
সবচেয়ে বেশী ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
এ্যাস্টন ভিলা থেকে জ্যামাইকার লিও বেইলিকে ধারে দলে নিল রোমা
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছেন জেসি
জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
২০২৪-২৫ অর্থবছরে বিমানের রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা
১০