মাদারীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকে সহায়তা

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৬:১৫
ছবি : বাসস

মাদারীপুর, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের উদ্যোগে মাদারীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে মাদারীপুর পৌর অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

প্রয়াত সাবেক মন্ত্রী আব্দুল মান্নান শিকদারের মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক সায়মা জেরিনের সহযোগিতায় শহীদ ও আহত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় শতাধিক জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবার উপস্থিত ছিলেন। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার।

অনুষ্ঠিত সভায় অতিথিরা শহীদ ও আহত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ফাউন্ডেশনের এ উদ্যোগকে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। বক্তারা আশা প্রকাশ করেন যে এ ধরণের উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সহায়ক হবে এবং শহীদদের ত্যাগের ইতিহাস আগামী প্রজন্মের কাছে আরও গভীরভাবে তুলে ধরবে। 

উল্লেখ্য, প্রয়াত আব্দুল মান্নান শিকদার ছিলেন, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিষ্ঠিত হয়েছে আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন। যা নিয়মিত সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় সংসদ নির্বাচন : ১০ সেপ্টেম্বর খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় নির্মাণ হচ্ছে আরও ৫১৬টি কমিউনিটি ক্লিনিক 
গণতন্ত্র পুনরুদ্ধারে বিপদসঙ্কুল পথ অতিক্রমে জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত: রিজভী
সবচেয়ে বেশী ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
এ্যাস্টন ভিলা থেকে জ্যামাইকার লিও বেইলিকে ধারে দলে নিল রোমা
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছেন জেসি
জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
২০২৪-২৫ অর্থবছরে বিমানের রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা
জুলাই মাসে রাজস্ব আদায়ে ২৪.৩৩ শতাংশ প্রবৃদ্ধি
২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে
১০