মুন্সিগঞ্জ ও গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৬:৩৪

ঢাকা, ১৯ আগস্ট, ২০১৫ (বাসস) : অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও গ্যাস চুরি রোধে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আজ মুন্সিগঞ্জ ও গাজীপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে।

এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পাইপলাইন অপসারণ ও জরিমানা আদায় করা হয়, যার ফলে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস সাশ্রয় সম্ভব হয়েছে।

তিতাসের জোবি-মেঘনাঘাট শাখা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার জামালদি এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

এই অভিযানে ১টি মার্বেল ফ্যাক্টরি, ৩টি হোটেল ও রেস্টুরেন্ট এবং ১টি বেকারি থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

অভিযানকালে প্রায় ৬০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয় এবং ৬১৫ ঘনফুট/ঘণ্টা লোড বিচ্ছিন্ন করা হয়। 

এই অপরাধে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৩টি মামলা দায়ের করা হয়।

অভিযানে মাসিক প্রায় ২ লাখ ৮২ হাজার ২৮৫ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
একই দিনে, তিতাসের জোবি-জয়দেবপুর শাখা গাজীপুরের বাসন থানার টেকনগপাড়া ও তেলিপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে।

এই অভিযানে আবাসিক শ্রেণির ৭০টি অবৈধ দ্বিমুখী সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আনুমানিক ৩০০ ফুট পিভিসি পাইপলাইন অপসারণ করা হয়েছে এবং মোট ১ হাজার ৪৭০ ঘনফুট লোড বিচ্ছিন্ন করা হয়। 

এই অভিযান থেকে মাসিক প্রায় ৭৫ হাজার ৬০০ টাকার গ্যাস সাশ্রয় হবে বলে আশা করা যাচ্ছে।

অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন নিয়ে সেমিনার
প্রকৃতির বিরূপ প্রভাবে টাঙ্গাইলে বিলুপ্তির পথে শাপলা-শালুক 
স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল : মিনু
চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেল সিআইসি
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়ার ‘আগ্রাসনের’ নিন্দা জানালো পোল্যান্ডের সেনাবাহিনী
নাইজারের প্রতি আইএস-এর আক্রমণ থেকে নাগরিকদের রক্ষার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব
ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন
১০