নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৬:৩৭

নেত্রকোনা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার মোহনগঞ্জে সাত বছরের শিশু শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ধর্ষণের দায়ে রহমত আলী(৫৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।  সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ বছরের কারাদণ্ড প্রদান করেছেন।

আজ দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ ড. এ কে এম এমদাদুল হক।

৮ জন সাক্ষীর  সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, রহমত গত ২০১২ সালের মে মাসের ৩ তারিখ সকালে মোহনগঞ্জে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তুলে নিয়ে প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে  বাড়ি গেলে তাকে হাসপাতালে নিয়ে যায় তার মা।

পরে এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে পরদিন মোহনগঞ্জ থানায় মাইজহাটি গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে রহমত আলীকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষ পরের বছর এপ্রিল মাসের ১০ তারিখে আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করলে, দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

মামলার এ রায়ে সন্তোষ প্রকাশ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. নুরুল কবীর রুবেল।মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. সৈয়দ ওয়াজিবুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ধসে ৯১ জনের আটকা পড়ে আছে: কর্মকর্তা
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই : ইউএনএইচসিআর প্রধান
মরক্কোতে তরুণদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ
যশোরে পূজা হচ্ছে উৎসবমুখর : সনাতনী নেতৃবৃন্দ
আর্জেন্টিনায় তিন নারী হত্যায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী পেরুতে আটক
তারেক রহমানের পক্ষে মোংলায় খাদ্যসামগ্রী বিতরণ
সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার
মিয়ানমারের ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত 
মহানবমী আজ, বাজছে দেবীর বিদায়ঘণ্টা
১০