ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রবিউল হাসানকে (২৪) গতকাল গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতাকৃত রবিউল হাসান লালমনিরহাট জেলার আইয়ুব আলীর ছেলে।
এন্টি টেররিজম ইউনিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এন্টি টেররিজম ইউনিট, রংপুর বিভাগীয় কার্যালয়ের একটি আভিযানিক দল নিজস্ব নজরদারি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার সিটি কর্পোরেশন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এতে আরও বলা হয়, গ্রেফতারকৃত আসামি রবিউল হাসানকে মাদকের একটি মামলায় লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়।
রবিউল হাসান রংপুর ও লালমনিরহাট জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত একাধিক মাদক মামলার এজাহারনামীয় আসামি। গ্রেফতারকৃত রবিউল হাসানকে জিএমপির সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।