মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৬:৪৯

ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রবিউল হাসানকে (২৪) গতকাল গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতাকৃত রবিউল হাসান লালমনিরহাট জেলার আইয়ুব আলীর ছেলে।

এন্টি টেররিজম ইউনিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এন্টি টেররিজম ইউনিট, রংপুর বিভাগীয় কার্যালয়ের একটি আভিযানিক দল নিজস্ব নজরদারি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার সিটি কর্পোরেশন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এতে আরও বলা হয়, গ্রেফতারকৃত আসামি রবিউল হাসানকে মাদকের একটি মামলায় লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। 

রবিউল হাসান রংপুর ও লালমনিরহাট জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত একাধিক মাদক মামলার এজাহারনামীয় আসামি। গ্রেফতারকৃত রবিউল হাসানকে জিএমপির সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ধসে ৯১ জনের আটকা পড়ে আছে: কর্মকর্তা
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই : ইউএনএইচসিআর প্রধান
মরক্কোতে তরুণদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ
যশোরে পূজা হচ্ছে উৎসবমুখর : সনাতনী নেতৃবৃন্দ
আর্জেন্টিনায় তিন নারী হত্যায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী পেরুতে আটক
তারেক রহমানের পক্ষে মোংলায় খাদ্যসামগ্রী বিতরণ
সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার
মিয়ানমারের ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত 
মহানবমী আজ, বাজছে দেবীর বিদায়ঘণ্টা
১০