চট্টগ্রামে অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৮:০২

চট্টগ্রাম, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ভুজপুর, ফেনী ও নেত্রকোনায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামিসহ হত্যা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

আজ র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রাতে অভিযান পরিচালনা করে ভূজপুর, ফেনী এবং নেত্রকোনা থেকে তাদের গ্রেফতার করা হয়।’

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার কাজীরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ভূজপুর থানার হরিনারকুল এলাকার মো. ওবায়দুল হককে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব।

অন্যদিকে র‌্যাব-৭ ও র‌্যাব-১৪ ময়মনসিংহের সহায়তায় সীতাকুণ্ড থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া ধর্ষণ মামলার প্রধান আসামি মো. হৃদয় প্রকাশ তাবিজকে (২৭) নেত্রকোনা জেলা সদর থানার সাতপাই এলাকা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ছাগলনাইয়া থানার দৌলতপুর ইউনিয়নের নুরুল আফছারকে (৪০) গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
সিলেটের ৫ উপজেলায় শিশুদের জীবনমান উন্নয়নের উদ্যোগ ওয়ার্ল্ড ভিশনের
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত-নিহতদের ক্ষতিপূরণের দাবি এ্যানীর
বিজিএমইএ-ইন্টারটেক বৈঠক : পোশাক শিল্পে টেকসই উন্নয়ন ও সহযোগিতার অঙ্গীকার
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
তৈরি পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ চায় বিজিএমইএ
১০