চট্টগ্রামে অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৮:০২

চট্টগ্রাম, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ভুজপুর, ফেনী ও নেত্রকোনায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামিসহ হত্যা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

আজ র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রাতে অভিযান পরিচালনা করে ভূজপুর, ফেনী এবং নেত্রকোনা থেকে তাদের গ্রেফতার করা হয়।’

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার কাজীরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ভূজপুর থানার হরিনারকুল এলাকার মো. ওবায়দুল হককে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব।

অন্যদিকে র‌্যাব-৭ ও র‌্যাব-১৪ ময়মনসিংহের সহায়তায় সীতাকুণ্ড থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া ধর্ষণ মামলার প্রধান আসামি মো. হৃদয় প্রকাশ তাবিজকে (২৭) নেত্রকোনা জেলা সদর থানার সাতপাই এলাকা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ছাগলনাইয়া থানার দৌলতপুর ইউনিয়নের নুরুল আফছারকে (৪০) গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে বিএডিসি’র খাল পুনঃখননে হাজারো কৃষকের মুখে হাসি
চাঁদপুরে পাসপোর্ট করতে এসে হাতেনাতে ধরা পড়লেন দুই রোহিঙ্গা নারী  
ফিলিপাইনে টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে ৬৬ জনে 
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের আশংকা
কিউএস ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং : রাবি এশিয়ায় ৩১২তম
নাগরিক সেবার মানোন্নয়নের তাগিদ ডিএসসিসি’র নতুন প্রশাসকের
রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন প্রশিক্ষণের সমাপনী
দিনাজপুরে মাদকসহ একজন আটক
১০