চট্টগ্রামে অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৮:০২

চট্টগ্রাম, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ভুজপুর, ফেনী ও নেত্রকোনায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামিসহ হত্যা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

আজ র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রাতে অভিযান পরিচালনা করে ভূজপুর, ফেনী এবং নেত্রকোনা থেকে তাদের গ্রেফতার করা হয়।’

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার কাজীরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ভূজপুর থানার হরিনারকুল এলাকার মো. ওবায়দুল হককে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব।

অন্যদিকে র‌্যাব-৭ ও র‌্যাব-১৪ ময়মনসিংহের সহায়তায় সীতাকুণ্ড থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া ধর্ষণ মামলার প্রধান আসামি মো. হৃদয় প্রকাশ তাবিজকে (২৭) নেত্রকোনা জেলা সদর থানার সাতপাই এলাকা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ছাগলনাইয়া থানার দৌলতপুর ইউনিয়নের নুরুল আফছারকে (৪০) গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় অটোচালক জসিম হত্যায় তিনজনের যাবজ্জীবন
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ধসে ৯১ জনের আটকা পড়ে আছে: কর্মকর্তা
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই : ইউএনএইচসিআর প্রধান
মরক্কোতে তরুণদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ
যশোরে পূজা হচ্ছে উৎসবমুখর : সনাতনী নেতৃবৃন্দ
আর্জেন্টিনায় তিন নারী হত্যায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী পেরুতে আটক
তারেক রহমানের পক্ষে মোংলায় খাদ্যসামগ্রী বিতরণ
সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার
মিয়ানমারের ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত 
১০