চট্টগ্রামে অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৮:০২

চট্টগ্রাম, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ভুজপুর, ফেনী ও নেত্রকোনায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামিসহ হত্যা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

আজ র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রাতে অভিযান পরিচালনা করে ভূজপুর, ফেনী এবং নেত্রকোনা থেকে তাদের গ্রেফতার করা হয়।’

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার কাজীরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ভূজপুর থানার হরিনারকুল এলাকার মো. ওবায়দুল হককে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব।

অন্যদিকে র‌্যাব-৭ ও র‌্যাব-১৪ ময়মনসিংহের সহায়তায় সীতাকুণ্ড থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া ধর্ষণ মামলার প্রধান আসামি মো. হৃদয় প্রকাশ তাবিজকে (২৭) নেত্রকোনা জেলা সদর থানার সাতপাই এলাকা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ছাগলনাইয়া থানার দৌলতপুর ইউনিয়নের নুরুল আফছারকে (৪০) গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে মির্জা ফখরুল
সাতক্ষীরায় প্রতারণার অভিযোগে একজনের কারাদণ্ড 
কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন-কাউন্সিল উপলক্ষ্যে সাত সদস্যের নির্বাচন কমিশন
ফেনীতে তিন মাদক কারবারির কারাদণ্ড
আওয়ামী আমলের জাল ভোটের ভিডিওকে ডাকসু নির্বাচনের বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
কুড়িগ্রাম সীমান্তে সাত দিনে ২ কোটি টাকার পণ্য জব্দ
নাটোরে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’র নির্মাণ কাজ শেষ
ডাকসু নির্বাচনে সংঘর্ষের ভুয়া ভিডিও প্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
শ্যামনগরে অপদ্রব্য পুশ করার সময় চিংড়ি জব্দ
খুবিতে রিসার্চ প্রসেস এন্ড টুলস শীর্ষক কর্মশালা
১০