প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ২০:২৯
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। ফাইল ছবি

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। 

এ সময় তিনি শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সম্ভাবনা এবং কর্মসংস্থানের অগ্রগতি সম্পর্কে ধারণা লাভ করেন।

এ উপলক্ষে আয়োজিত এক সভায় লুৎফে সিদ্দিকী বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

তিনি বলেন, এই নগরীকে বিনিয়োগ-বান্ধব অঞ্চলে পরিণত করতে হলে সরকারের সকল সংস্থার সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে এবং আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

লুৎফে সিদ্দিকী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধির মাধ্যমে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে।

তিনি বলেন, বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের জন্য এখানে যুগোপযোগী পরিবেশ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নেওয়া পদক্ষেপসমূহের বিস্তারিত তুলে ধরেন। 

সভায় বেজা’র নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মেজর জেনারেল মো. নজরুল ইসলাম এবং জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক ছাড়াও অন্যদের মধ্যে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলার মিরসরাই ও ফেনী জেলার সোনাগাজী উপজেলায় এই পূর্ণাঙ্গ শিল্প শহর গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। 

শিল্প নগরটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতে মাত্র ১০ কিলোমিটার ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম হতে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত।

এ শিল্প নগরে বিশ্বমানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সমুদ্র বন্দর, কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা ও পানি শোধনাগার, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল সহ সকল সুবিধাদি থাকবে। 

ইতিমধ্যে এখানে প্রায় ১১টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম শুরু করেছে এবং বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান নির্মাণাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
ওমানকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের
রাজবাড়ীর গোয়ালন্দে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নেত্রকোণা খালিয়াজুরীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কা, নিখোঁজ ৪
দাকোপে লজিক প্রকল্পের পানি শোধনাগার পরিদর্শন করলেন ইইউ রাষ্ট্রদূত
ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব : শারমীন এস মুরশিদ
বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. মঈন খান
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক সৌমিতা
ওমানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান
১০