নির্ধারিত স্থান ছাড়া পোস্টার লাগালে বাণিজ্যিক রেটে জরিমানা : ডিএনসিসি প্রশাসক

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৯:১৭
রোববার রাজধানীর আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ডে পোস্টার বোর্ড স্থাপন কার্যক্রমের উদ্বোধনকালে প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, যারা সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র পোস্টার লাগাবে এবং শহরের সৌন্দর্য নষ্ট করবে, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক রেট অনুযায়ী জরিমানা আরোপ করা হবে।

আজ রাজধানীর আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ডে পোস্টার বোর্ড স্থাপন কার্যক্রমের উদ্বোধনকালে প্রশাসক এ সব কথা বলেন।

ডিএনসিসির আওতাধীন এলাকায় ১০টি নতুন পোস্টার বোর্ড এবং সংস্কারকৃত ১৫টি বিদ্যমান বোর্ড আজ তিনি উদ্বোধন করেন। নতুন বোর্ডের আয়তন ৫ ফুট বাই ৮ ফুট এবং সংস্কারকৃত বোর্ডগুলোর আয়তন ১৬-২৫ ফুট বাই ৫ ফুট। 

প্রশাসক বলেন, প্রাথমিকভাবে শহরের বিভিন্ন স্থানে ২৫টি বোর্ড চালু করা হলেও পর্যায়ক্রমে সব ওয়ার্ড, গুরুত্বপূর্ণ মোড়, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্রের সামনে আরও পোস্টার বোর্ড স্থাপন করা হবে।

তিনি সাংবাদিকদের জানান, শহরের সৌন্দর্য রক্ষা এবং নাগরিকদের সুবিধার জন্য সিটি কর্পোরেশন পোস্টার লাগানোর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করেছে। এই স্থায়ী বোর্ডে যেকোনো ধরনের রাজনৈতিক ও বাণিজ্যিক পোস্টার বিনামূল্যে স্থাপন করা যাবে।

ডিএনসিসি প্রশাসক নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, শহরের শৃঙ্খলা এবং সৌন্দর্য রক্ষায় সকলে সহযোগিতা করবেন। তিনি বলেন, ‘নির্ধারিত স্থানে পোস্টার স্থাপন নিশ্চিত করতে সকলের অংশগ্রহণ প্রয়োজন।’

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পোস্টার বোর্ড স্থাপন কার্যক্রমের মাধ্যমে রাজধানী শহরে সুশৃঙ্খল ও পরিকল্পিত পোস্টার ব্যবস্থাপনা গড়ে তোলার পাশাপাশি শহরের সৌন্দর্য ও নাগরিক সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পশ্চিম আফ্রিকার উপকূলে নৌ-দুর্ঘটনায় ৫ মৌরিতানিয়ান নিখোঁজ
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রাও
সিএসএ ভিপি পদে বিজয়ী ছাত্রদল কর্মী রিফাদ
গাজায় ইসরাইলি হামলা জোরদার, নিহত অর্ধশত
যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার মহড়া ‘খারাপ পরিণতি’ বয়ে আনবে : উত্তর কোরিয়া
ফরিদা পারভীনের দাফন হবে কুষ্টিয়ায়
নাইজেরিয়ায় ১৮ নারী ও শিশুকে অপহরণ
পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
মুন্সীগঞ্জে দেশীয় ধারালো অস্ত্রসহ আটক ২
মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুজন আটক
১০