জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টারপ্ল্যান অফিস উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ২০:৩৫ আপডেট: : ০৪ নভেম্বর ২০২৫, ২২:১৬
ছবি : বাসস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৪ নভেম্বর ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাস্টারপ্ল্যান অফিসের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে অফিসের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, শিক্ষক এবং অন্যান্য অংশীজনরা বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যানের দাবি জানিয়ে আসছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে একটি আংশিক মাস্টারপ্ল্যান ছিল।

তিনি আরও বলেন, নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের পরপরই আমরা মাস্টারপ্ল্যান প্রণয়নের জন্য দরপত্র আহ্বান করি।

নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য বহু প্রতীক্ষিত পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণীত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের (মাস্টার প্ল্যান) সমন্বয়কারী অধ্যাপক ড. মোহাম্মদ আখতার মাহমুদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান, হিসাবাধ্যক্ষ মো. মোসানুল কবির এবং পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. নাসির উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি
১০