
ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত করেছে।
আজ মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোনয়ন স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।
গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনের জন্য দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এ সময় কামাল জামান মোল্লাকে মাদারীপুর-১ (শিবচর উপজেলা)-এর দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
তবে অনিবার্য কারণবশত মাদারীপুর-১ আসনের মনোনয়ন ঘোষণা স্থগিত করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।