অনলাইন ভূমি ব্যবস্থাপনার ফলে ভুয়া ভূমি রেজিস্ট্রেশন কমে গেছে : ভূমি সচিব

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৪:০২
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ । ফাইল ছবি

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, অনলাইন ভূমি ব্যবস্থাপনার ফলে ভুয়া ভূমি রেজিস্ট্রেশন ও জালিয়াতির সুযোগ কমে গেছে।

আজ সোমবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ৭৭তম টিম সভা’য় সভাপতির বক্তব্যে তিনি  একথা বলেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, অনলাইন রেজিস্ট্রেশন ও ই-মিউটেশন সিস্টেমের কারণে মালিকানার তথ্য স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়, যা ভুয়া দলিল তৈরির সুযোগ অনেকাংশে হ্রাস করে এবং ভূমি সংক্রান্ত অপরাধ প্রতিরোধে সাহায্য করে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক ভূমিসেবা ডিজিটাইজেশন টিম গঠন করা হয়েছে। এই টিম বিভাগ ভিত্তিক কার্য পর্যালোচনা করে প্রতি সপ্তাহে সিনিয়র সচিব মহোদয়কে অবহিত করছেন।

সিনিয়র সচিব বলেন, ভূমি সেবা প্রদানে আধুনিক বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ব্যবহারের ফলে, সেবাগ্রহীতাদের মধ্যে সন্তুষ্টির মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

সালেহ আহমেদ আরো বলেন, মহানগর থেকে মাঠ পর্যায় সর্বত্র  কার্যক্রম পরিদর্শন/মনিটরিং জোরদার করা হয়েছে। পরিদর্শন প্রতিবেদন নিয়ে সভা করে কারো বিরুদ্ধে দায়িত্ব পালনে অসততার বা সেবা গ্রহীতাকে হয়রানির  প্রমাণ পাওয়া গেলে, বিধি মতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এছাড়াও যে কোনো মাধ্যমে দুর্নীতি বা হয়রানির প্রমাণ পেলেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভূমিসেবায় দুর্নীতির ব্যাপারে কোন আপোষ নয়।

তিনি বলেন, জনবান্ধব ভূমিসেবা প্রদানই ভূমি মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য।

সভায় জনানো হয়, সরকারি স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মামলা সুষ্ঠভাবে পরিচালনার স্বার্থে, মন্ত্রণালয়ের নিজস্ব প্যানেল আইনজীবী নিয়োগের বিষয়ে অর্থ মন্ত্রণালয় অনুমোদন পাওয়া গেছে।

অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা করা হচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ), মো. শরিফুল ইসলাম; অতিরিক্ত সচিব (জরিপ ও সায়রাত অনুবিভাগ) সায়মা ইউনুস, এনডিসি; অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ), মো. এমদাদুল হক চৌধুরী ও অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন অনুবিভাগ) মোহাম্মদ মাহফুজুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হওয়া উচিত : সেলিম উদ্দিন
অপ্রতুল বিনিয়োগে স্বাস্থ্যসেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি : ডা. রফিক
লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করলে ‘ধাপে ধাপে’ সেনা প্রত্যাহারের প্রস্তাব নেতানিয়াহুর
এক টাকা অনুদান না পেলেও লিগ্যাল এইডের কাজ চালিয়ে যাব : আইন উপদেষ্টা
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলন শুরু কাল
রোহিঙ্গারা অধিকার নিয়ে মিয়ানমারে ফিরতে প্রস্তুত: খলিলুর রহমান
অতিরিক্ত যুগ্ম ও সিনিয়র সহকারী জজ পদমর্যাদার ১৮৯ বিচারককে বদলি
সাত জেলায় নতুন পুলিশ সুপার
১০