নওগাঁ, ২৬ আগস্ট ২০২৫ (বাসস): নওগাঁর মান্দা উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ পরিচিতি সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি এমএ মতিন।
উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর পরিচালনা ও সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুল রহমান, একেএম নাজমুল হক নাজু, নওফেল আলী মণ্ডল ও তোফাজ্জল হোসেন টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১৪ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন। একই অনুষ্ঠানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা হয়।