মাগুরা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে মাগুরায় ‘প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা শীর্ষক মহড়া’ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মাঠে এ মহড়ার আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাগুরা জেলা প্রশাসক এবং মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “তারুণ্যের ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে সমাজে সচেতনতা বৃদ্ধি ও মানবিক সেবাকে প্রসারিত করা সম্ভব। এই ধরনের কর্মসূচির মাধ্যমে তরুণদের মানবিক কর্মকান্ডে সম্পৃক্তকরণ আরও দৃঢ় হবে।”
মহড়ায় দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সেবাদানের কৌশল, প্রাথমিক চিকিৎসা প্রদানের ধাপ এবং জনসচেতনতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা ও প্রদর্শনী উপস্থাপন করা হয়।