চট্টগ্রামের লোহাগাড়ায় ভিক্ষুকের ছদ্মবেশে চুরি : নারী গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৯:৪৮

চট্টগ্রাম, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার লোহাগাড়ায় ভিক্ষুক সেজে চুরি করার দায়ে তসলিমা আক্তার নামে এক পেশাদার নারী চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার বাসায় তল্লাশি চালিয়ে নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা ও ৩ ভরি ১১ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বাদশা বাপের বাড়ির ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত তসলিমা সাতকানিয়া থানার কালিয়াইশ পূর্ব কাঠগড় এলাকার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট লোহাগাড়ার আমিরাবাদ স্টেশনে ‘মুনস্টার’ নামের একটি দোকানের সামনে খাদিজাতুল কোবরা রাফি নামে এক প্রবাসীর স্ত্রী বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন। সে সময় তসলিমা ভিক্ষুক সেজে তার কাছে গিয়ে কথার এক পর্যায়ে কৌশলে ব্যাগ থেকে প্রায় দুই ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়।

পরে গতকাল ২৫ আগস্ট ভুক্তভোগী খাদিজাতুল কোবরা রাফি অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করলে, পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তসলিমাকে শনাক্ত করে গ্রেফতার করা হয় এবং তার বাসায় তল্লাশী করে চুরির মালামাল উদ্ধার করা হয়। 

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় যুদ্ধবিরতি বহাল
রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চাঁদপুরে একমাসে সেনাবাহিনীর ১৫৬ অভিযান
ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল
রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে দুদকের গণশুনানি, শতাধিক অভিযোগ
ঝিনাইদহে সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে রাজবাড়ীতে র‌্যালি ও সভা
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা
১০