চট্টগ্রামের লোহাগাড়ায় ভিক্ষুকের ছদ্মবেশে চুরি : নারী গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৯:৪৮

চট্টগ্রাম, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার লোহাগাড়ায় ভিক্ষুক সেজে চুরি করার দায়ে তসলিমা আক্তার নামে এক পেশাদার নারী চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার বাসায় তল্লাশি চালিয়ে নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা ও ৩ ভরি ১১ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বাদশা বাপের বাড়ির ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত তসলিমা সাতকানিয়া থানার কালিয়াইশ পূর্ব কাঠগড় এলাকার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট লোহাগাড়ার আমিরাবাদ স্টেশনে ‘মুনস্টার’ নামের একটি দোকানের সামনে খাদিজাতুল কোবরা রাফি নামে এক প্রবাসীর স্ত্রী বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন। সে সময় তসলিমা ভিক্ষুক সেজে তার কাছে গিয়ে কথার এক পর্যায়ে কৌশলে ব্যাগ থেকে প্রায় দুই ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়।

পরে গতকাল ২৫ আগস্ট ভুক্তভোগী খাদিজাতুল কোবরা রাফি অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করলে, পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তসলিমাকে শনাক্ত করে গ্রেফতার করা হয় এবং তার বাসায় তল্লাশী করে চুরির মালামাল উদ্ধার করা হয়। 

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
১০