‘নতুন কুঁড়ি’ সফল করতে মেহেরপুরে প্রস্তুতি সভা

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৯:৫২
শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি' সফল করতে মেহেরপুরে প্রস্তুতি সভা। ছবি : বাসস

মেহেরপুর, ২৬ আগস্ট ২০২৫ (বাসস): বাংলাদেশ টেলিভিশনে ফের সম্প্রচার করা হবে শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি'। এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে মেহেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির, শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ, সুর সাধনা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রমুখ।

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অংশ নিতে অনলাইন ও অফলাইনে আবেদন করা যাবে বলে। আবেদন গত ১৫ আগস্ট থেকে শুরু হয়েছে। চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। (ক). গ্রুপে ৬-১১ বছর এবং (খ). গ্রুপে ১১-১৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবে।

সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষাথী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
১০