সাতক্ষীরা, ২৬ আগস্ট ২০২৫ (বাসস): সাতক্ষীরা শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শেষ হয়েছে।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত বৃক্ষমেলা মঙ্গলবার বিকেলে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, সামাজিক বন বিভাগ সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সামাজিক বন বিভাগ সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, কৃষিবিদ প্রকৌশলী হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরেস্টার আওছাফুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশ নেওয়া ৩৭টি স্টলের মধ্যে বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
এবারের এ বৃক্ষ মেলায় প্রথম স্থান অধিকার করেছে সাতক্ষীরা নার্সারি, দ্বিতীয় স্থানে আল্লাহর দান নার্সারি এবং তৃতীয় স্থান অধিকার করেছে সাঈদ নার্সারি।