চাঁদপুরে সড়কের পাশে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ২০:২৮
মুন্সিরহাট বাজার এলাকায় চাঁদপুরে সড়কের পাশে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : বাসস

চাঁদপুর, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : চাঁদপুরের মুন্সিরহাট বাজার এলাকায় সড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে যৌথ বাহিনী। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে অংশ নেয় সদর ও মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা পরিষদ।

অভিযানে জেলা পরিষদ ও সড়ক ও জনপথের জায়গায় গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেন।

অভিযানের খবর পেয়ে আগেই অনেক ব্যবসায়ী তাদের মালামাল ও দোকান সরিয়ে নেন। তবে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেন, ‘মুন্সিরহাট বাজার এলাকায় সড়কের পাশে এবং খালের উপর দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট ছিল। এসব উচ্ছেদে আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছিল।’ 

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরো উচ্ছেদ কার্যক্রম চালানো হবে। একইসঙ্গে উচ্ছেদকৃত স্থানে পুনরায় কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।

অভিযানে চাঁদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০