চাঁদপুরে সড়কের পাশে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ২০:২৮
মুন্সিরহাট বাজার এলাকায় চাঁদপুরে সড়কের পাশে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : বাসস

চাঁদপুর, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : চাঁদপুরের মুন্সিরহাট বাজার এলাকায় সড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে যৌথ বাহিনী। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে অংশ নেয় সদর ও মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা পরিষদ।

অভিযানে জেলা পরিষদ ও সড়ক ও জনপথের জায়গায় গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেন।

অভিযানের খবর পেয়ে আগেই অনেক ব্যবসায়ী তাদের মালামাল ও দোকান সরিয়ে নেন। তবে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেন, ‘মুন্সিরহাট বাজার এলাকায় সড়কের পাশে এবং খালের উপর দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট ছিল। এসব উচ্ছেদে আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছিল।’ 

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরো উচ্ছেদ কার্যক্রম চালানো হবে। একইসঙ্গে উচ্ছেদকৃত স্থানে পুনরায় কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।

অভিযানে চাঁদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০