চাঁদপুরে সড়কের পাশে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ২০:২৮
মুন্সিরহাট বাজার এলাকায় চাঁদপুরে সড়কের পাশে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : বাসস

চাঁদপুর, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : চাঁদপুরের মুন্সিরহাট বাজার এলাকায় সড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে যৌথ বাহিনী। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে অংশ নেয় সদর ও মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা পরিষদ।

অভিযানে জেলা পরিষদ ও সড়ক ও জনপথের জায়গায় গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেন।

অভিযানের খবর পেয়ে আগেই অনেক ব্যবসায়ী তাদের মালামাল ও দোকান সরিয়ে নেন। তবে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেন, ‘মুন্সিরহাট বাজার এলাকায় সড়কের পাশে এবং খালের উপর দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট ছিল। এসব উচ্ছেদে আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছিল।’ 

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরো উচ্ছেদ কার্যক্রম চালানো হবে। একইসঙ্গে উচ্ছেদকৃত স্থানে পুনরায় কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।

অভিযানে চাঁদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশজুড়ে ৩১ হাজার ৫৭৬ পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন থাকবে
অন্তর্বর্তী সরকারের আমলেই কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠা সম্ভব
চট্টগ্রামে পাহাড় থেকে ৬ ‘অস্ত্রধারী সন্ত্রাসী‘ আটক
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অভিযানে ২৫ জন আটক
বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ এড়িয়ে চলার আহ্বান
ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের কাজ দ্রুত শেষ হবে : সড়ক পরিবহন সচিব
এনসিপির নিবন্ধনের সাথে শাপলা প্রতীক দিতে হবে : নাসির উদ্দিন পাটোয়ারী
অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে টগর
সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান
১০