ঝালকাঠি, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির আয়োজনে সোমবার সকাল ১১টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি ভবন চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন।
এ সমাবেশে বক্তব্য দেন, সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু, সদর উপজেলা সভাপতি এজাজ হাসান, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকত, যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, শ্রমিকদল সভাপতি টিপু সুলতান, মহিলা দলের সাধারণ সসম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা প্রমুখ।
এসময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দুই হাজারেরও বেশি নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় দলীয় এবং দেশাত্ববোধক বিভিন্ন গান পরিবেশন করা হয়।