ঢাকা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (ইউনিফিল) আজ রোববার জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে জাতিসংঘের একটি অবস্থানের কাছে ইসরাইলি গ্রেনেড হামলায় তাদের এক সদস্য আহত হয়েছেন। গত এক মাসে এটি এ ধরনের তৃতীয় ঘটনা।
বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিল এবং লেবানন সেনাবাহিনী যৌথভাবে গত নভেম্বরে শুরু হওয়া যুদ্ধবিরতি বাস্তবায়নে কাজ করছে। ইসরাইল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে ওই যুদ্ধবিরতি দেওয়া হয়েছিল, যা শেষ পর্যন্ত দুই মাসের প্রকাশ্য যুদ্ধে রূপ নেয়।
ইউনিফিল আজ এক বিবৃতিতে জানিয়েছে, ‘গতকাল দুপুরের ঠিক আগে, একটি ইসরাইলি ড্রোন কফার কেলা এলাকায় ইউনিফিলের অবস্থানের কাছে একটি গ্রেনেড ফেলে, যা বিস্ফোরিত হলে শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছে।’
এই মাসের শুরুর দিকে ইউনিফিল জানিয়েছিল, ধ্বংসস্তূপ পরিচ্ছন্ন কর্মীদের নিরাপত্তা প্রদানকারী শান্তিরক্ষীদের পাশেই ইসরাইলি ড্রোন দিয়ে একাধিক গ্রেনেড ফেলা হয়েছে।
এর আগে সেপ্টেম্বর মাসেও একই ধরনের একটি ঘটনায় ইউনিফিল জানায়, ইসরাইলি ড্রোন শান্তিরক্ষীদের কাছাকাছি চারটি গ্রেনেড ফেলেছিল। তবে সে সময় ইসরাইল দাবি করে শান্তিরক্ষী বাহিনীর দিকে ‘ইচ্ছাকৃতভাবে কোনো হামলা চালানো হয়নি’।
ইউনিফিল বলেছে, শনিবারের ঘটনাটি ১৭০১ নম্বর প্রস্তাবনার আরেকটি গুরুতর লঙ্ঘন এবং শান্তিরক্ষীদের নিরাপত্তার প্রতি উদ্বেগজনক অবহেলার প্রতিফলন।